মুক্তান্বেষার ষষ্ঠ সংখ্যা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, সেপ্টেম্বর ২০০৯) বাজারে বেরিয়েছে। শিক্ষা আন্দোলন মঞ্চ এবং মুক্তমনার মুখপত্র হিসেবে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটির লক্ষ্য হচ্ছে সমাজে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং মানবকল্যানবোধ প্রতিষ্ঠা। মুক্তান্বেষার এই নতুন সংখ্যাটিতে মুক্তমনার নিয়মিত ব্লগারদের অনেকের লেখাই যেমন স্থান পেয়েছে, সেই সাথে পাওয়া যাবে অন্য অনেক নতুন লেখা। আগ্রহী পাঠকদের আজিজ সুপার মার্কেটের তক্ষশিলা সহ অন্যান্য বুকস্টল থেকে ম্যাগাজিনটি সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে।

cover6th_issue

:line:

যে প্রবন্ধগুলো নিয়ে বর্তমান সংখ্যাটি সাজানো হয়েছে সেগুলো হল –

সূচীপত্র

সম্পাদকীয় … ০৪

পাঠকের পাতা … ০৫

কল্পলোকের সীমানা পেরিয়ে: এভু ডেভু বন্যা আহমেদ … ০৭

নজরুলের বিদ্রোহী কবিতায় হিন্দু মিথোলজি অজয় রায় … ১২

মরে যাবার অনুভূতি কেমন রহমান ম মাহবুব … ১৮

বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতা শহিদুল ইসলাম … ২৪

মানব প্রকৃতির জৈববিজ্ঞানীয় ভাবনা (দ্বিতীয় পর্ব) অভিজিৎ রায় … ৩২

বাংলার মনীষীদের শিক্ষাভাবনা ত্রিপুরাশঙ্কর সেন … ৪৩

কেন যুদ্ধাপরাধীদের বিচার চাই সেলিনা হোসেন … ৫৯

সময়ের বুকে ক্ষত জমে আছে শ্যামলী নাসরিন চৌধুরী … ৬১

মুক্তিযোদ্ধা বানু বিবি আজও পরাধীন মুক্তান্বেষা প্রতিবেদক … ৬৩

পিছন ফিরে দেখা ১৯৭১ খুররম মমতাজ … ৬৪

প্রধানমন্ত্রীকে লেখা তসলিমা নাসরিনের আবেদন … ৬৮

কবিতা বেলাল মোহাম্মদ … ৭০

পুস্তকের জগতে অজয় রায় … ৭২

মুক্তান্বেষার ষষ্ঠ সংখ্যার প্রথম ৬ পৃষ্ঠা ডাউনলোড করুন এখান থেকে   

:line:

ঢাকা (২৭/১১/১-ক, তোপখানা রোড, ৫ম তলা, ঢাকা ১০০০) থেকে প্রকাশিত মুক্তান্বেষা পত্রিকাটির সম্পাদনা পর্ষদে আছেন –

  • অধ্যাপক অজয় রায়
  • অধ্যাপক শহিদুল ইসলাম
  • অধ্যাপক হাসান আজিজুল হক
  • এবং অনন্ত বিজয় দাশ
  • সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুর রহমান তপন, টেলিফোনঃ ০১৭১৬ ০১৫২৭০, ০১৫৫ ৬৩২৭৭৫৭
  • মুক্তান্বেষায় লেখা কিংবা প্রতিক্রিয়া পাঠানোর জন্য [email protected]  , [email protected] অথবা [email protected]  -এই  ইমেইলগুলো ব্যবহার করুন অথবা ডাকযোগে নীচের ঠিকানায় লেখা পাঠান-

    ২৭/১১/১-ক, তোপখানা রোড, ৫ম তলা, ঢাকা – ১০০০, বাংলাদেশ

    মুক্তান্বেষার জন্য নিয়মিত লিখুন, বিজ্ঞানমনস্ক প্রগতিশীল মনন গড়ে তুলতে সাহায্য করুন।

    মুক্তান্বেষার পূর্ববর্তী সংখ্যা গুলো পাওয়া যাবে এখানে – (১ম সংখ্যা | ২য় সংখ্যা | ৩য় সংখ্যা | ৪র্থ সংখ্যা| ৫ম সংখ্যা) ।

    :line:

    বাংলাদেশ থেকে মুক্তান্বেষার গ্রাহক হবার জন্য নীচের যে কোন একটি লিঙ্ক থেকে ফর্মটি পুরণ করে মানি অর্ডার/পে অর্ডার/ব্যাংক ড্রাফট সহযোগে শিক্ষা আন্দোলন মঞ্চের ঠিকানায় প্রেরণ করুন –

    গ্রাহক ফর্ম (পিডিএফ) :pdf:

    গ্রাহক ফর্ম (জেপেগ) (P)