হঠাৎ সেদিন ইচ্ছে হল, পথের ওপর টুল পেতে
হলদে রঙের বালতি মাথায় গামছা পরে স্কুল যেতে।
ওমনি আমি ভড়কি দিয়ে আড়াই বোতল জল খেয়ে
হড়বড়িয়ে পালিয়ে গেলুম গোসল ঘরের কল বেয়ে।
যেই সেখানে বসবো বলে মোড়ার পানে পা বাড়াই,
ওমনি আবার ইচ্ছে হল, স্টিম-রোলারে গা মাড়াই।
যেমনি ভাবা, তেমনি গেলুম বেলঘোরিয়া, বাস ধরে,
গিয়েই খেলুম পেপসি কোলা, শিশির ভেতর ঘাস ভরে।
তারপরেতেই চার পা তুলে দিলুম বিকট গান গেয়ে
“রাবন মামা ঢেকুঁড় তোলেন দশ মুখে দশ পান খেয়ে”।
গান শেষ হতেই কনুই তুলে নাচের ঢঙ্গে লাফ মেরে
“হাপুশ হুপুশ” দশ-বারো বার নিলুম আমি হাঁপ ছেড়ে।
তাতেই লোকে দেখে আমার এসব কান্ড-কারখানা
দৌড়ে এসে বঁড়শি দিয়ে ধরল আমার ঘাড় খানা,
সবাই মিলে “পাগল” বলে এইসা আমায় মার দিল,
গাত্রে হ’ল বেজায় ব্যাথা, কমল ওজন চার কিলো।
তাইতো আমি ঠিক করেছি, আর কখনও ভুল করে
আবোল তাবোল বকবো নাকো, টানবো না আর চুল ধরে,
ভাঁজবো না আর আজগুবী সুর, রাখব চেপে স্তব্ধ রোশ,
ঘরের কোনে নিজের মনে লিখবো বসে শব্দকোষ।
ব্যতিক্রম ই মানুষের মাঝে নেতৃত্বের মর্যাদা তৈরী করে,
তাই আজগুবী সুরগুলোই বেশী বেশী করে ভাঁজুন
আর সাথে শব্দকোষ দিয়েও অন্যের ভালবাসা খুজুন।
ধন্যবাদ। :rose2:
রজত শুভ্র,
মুক্তমনার ভাবগম্ভীর পরিবেশে আপনি এক স্বাচ্ছন্দ এনে দিলেন। শ্বাগতম।
সক্কলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
মাঝে মাঝে কবিতা থেকে আমার বরং ছড়াই ভালো লাগে। এরকম ছড়া পেলে নিয়মিত পড়তাম। :rose:
আমার খুব অবাক লাগে এরকম আইডিয়া মানুষের আসে কোথা থেকে? কিভাবে এত সুন্দর ছন্দ মিলান? অসাধারণ
মজা পেলাম… 😀
আরো লিখুন।
খুবই ভাল লাগল। আরও চাইগো দাদা।
@ রজত শুভ,
শুধু রজত শুভ বললে ভুল হবে, বলতে হবে কবি রজত শুভ।
আকাশ মালিক যা বলেছেন সেদিকে একটু খেয়াল রাখবেন।
:yes:
আসলেই সুকুমার সুকুমার গন্ধ পাওয়া গেলো। মুক্তমনায় স্বাগতম!
অনেক দিন পর সুন্দর একটা ছড়া পড়লাম। বেশ কিছু বানান ভুল আছে, আশা করি এডিট করে নিবেন। বিশেষ করে ঘরের কোনে এখানে কোণ হবে।
মুক্তমনায় স্বাগতম। আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর ছড়া চাই। :yes: :rose2:
:lotpot:
হা হা দারুণ!
বেশ সুকুমার সুকুমার গন্ধ পাচ্ছি। হঠাৎ করে আমার এক পুরোনো ছড়াকার বন্ধুর লেখা একটা ননসেন্স ছড়ার কয়েকট লাইন মনে পড়ছে। এমনি আড্ডা মারতে মারতে এই ছড়ার উদ্ভব-
“আবার বাবার খাবার দাবার সাবাড় যাবার বেলায়,
রান্না খান্না চাননা মান্না, কান্না এবং খেলায়,
মালার খালার গাল আর বালার কালার লাল আর কালো,
হাতীর জাতীর তাতীর নাতীর খাতির টাতির ভালো”
@ রজত শুভ্র ,
আপনি এসে ই যে মাতিয়ে দিলেন । দারুন দারুন মজার কবিতা। আশাকরি মুক্তমনায় এইবার হাসির হুল্লোড় পড়বে আপনার অসাধারন কবিতা পাঠের মাধ্যমে । আপনি হাসালেন সবাইকে , তাই হাসানর জন্য :rose2: 🙂