আঘাতের দাগ মনে পড়ে
সর্বদা পেছনে ঘোরে কেউ,
এ ভাবেই মৃত্যু দেখি
তার সাথে প্রত্যহ দেখা
এভাবেই সে পরম আত্মীয়।
নিশ্চুঃপ জানালায়
কথা বলে যায়।
আঁধারের ললাটে নিভৃতে
নক্ষত্র পারে না লুকাতে ,
তবু ও সে মৃত্যু —-
গভীর কুয়াশার পিঠে চেপে
ঘরে ফেরে মানুষের মত ।
যে পথে আমার পদধ্বনী
বড়ো খানাখন্দময় ,
শৃংখলিত জীবনের পরিণাম জানি
নদী তটে ক্ষতবিক্ষত
তবু ও তেষ্ঠা মেটেনি ।
আফরোজা,
“সব কিছু পিছে ফেলে তবুও এগিয়ে যেতে হয়-
জীবনের তৃষনা মেটাতে
কবিতার পথ ধরে চলতে”। :rose2:
@লাইজু নাহার,
আপনার মন্তব্যে আমি খুশি ,আপনাকেও একটা :rose2: 🙂
কিসের যেন একটা হাহকার শোনা গেল এ কবিতায়।
অনেক ধন্যবাদ কবি।
@সৈকত চৌধুরী,
“শৃংখলিত জীবনের পরিণাম জানি
নদি তটে ক্ষতবিক্ষত
তবু ও তেষ্ঠা মেটেনি ।”
মনে হয় এই লাইন আপনার ভাল লেগেছে । আপনাকে ধন্যবাদ ।
আর এই মন ছেয়ে যাওয়ার কারন, তাদের মনের কিছুটা অংশ কবিতার সাথে মিশে কবিতাকে প্রাণবন্ত করে ।
ধন্যবাদ আফরোজা, আপনার সুন্দর কবিতার জন্য । আশা করি আপনি খানাখন্দময় পথ অতিক্রম করে লক্ষ্যে পৌছবেন ।
@রনবীর,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আফরোজার কবিতাগূলো পড়লে কান্নাই চলে আসে।
কাউকে ভাষা ও ছন্দের মাধ্যমে কাঁদানো সহজ নয়। এটা পারে শুধু মাত্র তারাই যাদের কবিতা মনে ছেয়ে যায়।
@আবুল কাশেম, ভাই
“কাউকে ভাষা ও ছন্দের মাধ্যমে কাঁদানো সহজ নয়। এটা পারে শুধু মাত্র তারাই যাদের কবিতা মনে ছেয়ে যায়।
আপনার এই উক্তি আমাকে আবার যেন কাঁদাল । আপনি এতো সুন্দর করে বলেন মনে হয় কেউ যেনো ঠান্ডা শিতল হাওয়া বইয়ে দিল । কবিতা আমার “প্রাণ” বলতে পারেন। সব লেখা একবার পড়লেই শেষ হয়ে যায় ।কবিতা বারবার ঘুরে আসে।
@আফরোজা আলম,
কবিতা নাকি বুঝবার ব্যাপার নয়, এটা উপলব্ধির ব্যাপার– এই কথাগুলি হুমায়ুন আজাদ বলতেন। ব্যাপারটা কি সত্য? একটু বুঝিয়ে বলা যায়।
@মাহফুজ,
”
হ্যাঁ।কথাটা অতি সত্য কেননা সব কবিদের কথা আমি জানিনা ,(তবে মনে হয় সবার ই এমন ই হয়েছে ) আমার মতো নগন্য একজন যে কিনা
” নিজে লিখি” এ কথা বলতে লজ্জায় মরে যাই । কিন্তু ,আমার কবিতা লেখার ইতিহাস আমি “ফানুস” গল্পে বলেছি কিছুটা । আমার পিতৃ বিয়োগের পর থেকে মোটামুটি কবিতা রীতিমত লিখতে শুরু করি ,যদিও জানিনা ও গুলো আদৌ কবিতা হয় কী না ।
আর বিশেষ ভাবে উল্লেখ্য, আমার শ্রদ্ধেয় বড়ো ভাইয়ের প্রচন্ড উৎসাহ আমাকে এগিয়ে যেতে সাহায্য
করেছে । আর মনের গভীর থেকে অনুভুতি না এলে কবিতা লেখা সম্ভব না । কোন দিন না । আপনাকে অনেক ধন্যবাদ এমন মূ্ল্যবান প্রশ্ন করার জন্য ।
@ মুক্তমনা এডমিন ,অনুগ্রহ করে আবার একটা পোস্ট মুছে দিন। ভুল ক্রমে দুইবার ক্লিক হয়ে গেছে ।
মোছার বিষয়ে আমি এক্কবারেই জানিনা ।
@আফরোজা আলম,
ধন্যবাদ। অন্যটি মুছে দেয়া হয়েছে।
@আফরোজা আলম,
আমি হলে এ ভাবে ধ্বনি পরিণাম আর নদী বানান করতাম।
আমি নিজেই কানা, তারপরও কানার পথ দেখানো আর কি। হা-হা।
শৃংখলিত জীবনের হাহাকার নয় এবার কিছু শেকল ভাঙ্গার গান শুনান, একটু জয়ধ্বনি করি। :yes: :rose2:
@আকাশ মালিক, ভাই
আমার একটা সমস্যা আমি “ণ” আর “ন” এই ভুল টা অজান্তেই হয়ে যায় । ভুল ? হ্যাঁ।ওটা তো হয়েই যায় কী করি বলুন তো ? 🙁
কবিতা যখন মাথায় ভর করে তখন বানান(এইটাও কী ভুল লিখলাম ?) মাথায় থাকেনা। আর পড়াশোনা মনে হচ্ছে গুলে খেয়ে ফেলেছি । :-X
আপনি সুন্দর করে ধরিয়ে দিলেন । কী বলে যে ধন্যবাদ দেবো ।ভাবছি দেবোনা আমি ভুল করলেই তো আপনার মত নামী দামী মানূষ আমার মত নগণ্য মানুষের লেখা পড়বেন। আমি তখন আরো উৎসাহিত হব। তাই না? 🙂