…
মার্চ, বাঙালির স্বাধীনতার মাস। মার্চ, বাঙালির রক্তাক্ত হওয়ার মাস। মার্চ, বাঙালির স্বজন হারানোর মাস। মার্চ, বাঙালির প্রতিরোধের গর্জে ওঠার মাস। মার্চ, বাঙালির কান্নার মাস, কথার পিঠে কথা হারিয়ে ফেলার মাস। মার্চ, ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড়-করাতে অনিবার্য দাবী আদায়ের মাস। মার্চ, যুদ্ধাপরাধীর পক্ষে সাফাইকারীদের মুখেও থুথু নিক্ষেপের মাস।
মার্চ, শহীদ স্বজনদের প্রতি আলোকচিত্রধারী নির্বোধ যন্ত্রেরও গভীর শ্রদ্ধায় বেদনায় নতজানু থাকার মাস।
গোটা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতি’৭১-এর বেদনার স্মারকগুলো এ কথাই বারবার বলে যায়…বলে যায়…বলতেই থাকে !
(বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন।)
…
ছবি ০১: অপরাজেয় বাংলা। ভাস্কর মৈয়দ আব্দুল্লাহ খালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন।
ছবি ০২-০৩: ঢা.বি. শহীদ তালিকাস্তম্ভ । ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছবি ০৪: শহীদ স্মৃতিস্তম্ভ। সাধারণ মনুমেন্ট। সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা।
ছবি ০৫: স্বাধীনতার সংগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
ছবি ০৬: শিখা চিরন্তন। স্মারক-স্থাপনা। সোহরাওয়ার্দী ময়দান। ঢাকা।
ছবি ০৭: শহীদ মধুসূদন দে ভাস্কর্য। মধুর কেন্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছবি ০৮-০৯: শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ। নক্সা নির্মাণ স্থপতি মোস্তফা হারুণ কুদ্দুস। নির্মাণ সাল ১৯৭২। উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২২ ডিসেম্বর ১৯৭২। মিরপুর, ঢাকা।
ছবি ১০: শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্র। মিরপুর। ঢাকা।
ছবি ১১-১২: মিরপুর জল্লাদখানা। মিরপুর। ঢাকা।
ছবি ১৩-১৪: রায়ের বাজার বধ্যভূমি। রায়ের বাজার। ঢাকা।
ছবি ১৫: ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’।
…
Photos: Ranadipam Basu
…
সমধর্মী ছবি-কথা-পোস্ট:
# এই সেই বহুল আলোচিত জল্লাদখানা
# রায়ের বাজার বধ্যভূমি, যেখানে আকাশ থমকে থাকে
# যদি হারিয়ে যায়, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
# শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্র: [পর্ব০১][পর্ব০২][পর্ব০৩]
# ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ তালিকাস্তম্ভ
# শিখা চিরন্তন
# মধুর কেন্টিন
# স্বাধীনতার সংগ্রাম
# সড়কদ্বীপ ভাস্কর্য, কিংবদন্তী
# ডাকসু আর্কাইভ
…
বেশ বেশ…
শাবাশ! দুই মেগাপিক্সেল দীর্ঘজীবী হোক!
জয় বা ং লা । :rose:
সব ছবি গুলোর ভাষা মানে ৩০ লক্ষ জীবনের বলিদানে স্বাধীন বাংগালি ও বাংলাদেশের কথা।কিন্তু শেষেরটা আজো আমাদের ১৬ কোটি বাংগালির ড্রাকুলারের মতো রক্ত চুষে চুষে পান করে চলছে।আর কত ?? এবার যদি আমরা উল্টো তাদেরটা পান করতে পারি!!!!!!!!!!!!!!!!!!!!!যুদ্ধাপরাধীদের বিচার চাই :guli: :guli: এবার যদি হয়———–
ভালো থাকুন রনদা।
ছবিগুলো সত্যই সুন্দর রণদীপমদা। দেখি বাসায় গিয়ে বড় ছবির সাথে লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করব।
@ মুক্তমনা এডমিন,
আগ্রহী পাঠক কি ছবিতে ক্লিক করে বড় করে দেখার সুযোগ পাবেন ? বিবেচনা করে দেখার অনুরোধ রইলো।
স্বাধীনতা দিবসে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।