আমি বন্ধুর পথের অশান্ত পথিক
থমকে থাকা ট্রেনের দুরন্ত গতি
আমি শেকল ভাঙ্গার বিজয় পতাকা
আমি গণতন্ত্রকামী উত্তাল জনতা।
আমি বিশ্বাস ভাঙ্গার ধারাল কুঠার
আমি দিগ্বিজয়ী, এগিয়ে যাই দুর্বার
আমি জনতার ক্রোধে প্রজ্বলিত জ্বালানী
আমি শোষকের রাডারে সংকেত অশনী।
আমি রচনা করি নতুন ইতিহাস
করি ভন্ডের সাথে নির্মম পরিহাস
আমি এগিয়ে যাই আছে যেখানে মুক্তি
আমি দুর্বল দেহে বাধা ভাঙ্গার শক্তি।
আমি জ্বলি, আমি জ্বালাই, আমি সর্বগ্রাসী আগুন
আমি অমিত তেজ, অসম সাহসী চির নবিন চির তরুন।
অসম্ভব সুন্দর কবিতা
ধারুণ…:)
@Orko99,
” দন্যবাদ” 😀
আপনার কবিতা দারুন ভালো লাগলো । অনেকটা যেনো কবি নজরুল ইসলামের ছোঁয়া আছে ।
তবু প্রচেষ্টা কে স্বাধুবাদ জানায় বিশেষ করে
এই লাইন টা । আরো লিখুন ।
@আফরোজা আলম,
আশা করি ভবিষ্যতে সাথে থাকবেন।
শুভ কামনা রইল।
ভাল।তবে আজকাল খুব নজরুল পড়ছেন মনে হচ্ছে!!! 🙂
@পথিক,
তা ঠিক না তবে…………।। 😀 😀