এই পোষ্টটা ১৫ তারিখেই দেওয়া উচিত ছিল কোন কারণে দেওয়া হয় নি। মানে… ১৪ তারিখে (কি একটা দিবস যেন ঐ দিন ছিল…!!) ইয়ের সাথে শুভেচ্ছাবিনিময় মূলক কথাবার্তার এক পর্যায়ে পরিস্থিতি ১৪৪ ধারার মত থমথমে অবস্থায় চলে যায়। তারই পরিপ্রেক্ষিতে এই ছাইভষ্মের জন্ম; ভাব্লাম এটা সবার সাথে ভাগ করে নিলে আনন্দ বাড়বে বৈ কমবে না। তাই এই প্রয়াসঃ আমার এই বেয়াদবী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমার মন বোধ হয় জুড়োবে…

    তোমায় দূঃখ দিলাম; এযে কি যাতনা মনে হায়
    যেখানেই যাই, যেকাজই করি-
    মনে না শান্তি রয়।
    হে প্রেমময়ী, বল প্রায়ঃশ্চিত্বের উপায়;
    এ পাপ না দহিলে
    মন যে মোর তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে যায়।

    আজিকার এদিনে জেনো মনে তুমি সবসময়ঃ
    অবোধ আমি, তাই অজানা ছিল-
    তব রমণের উপায়।

    রমণীয় তুমি, প্রেয়সিণী তুমি
    অমূল্য রতণ যেন;
    অযোগ্য আমি, মূর্খের মত
    করেছি হেলা-অযতন।
    মোর আঁধারে তুমি রত্ন যেনঃ
    তারকা শোভিত আকাশ;
    একেরে খোয়ালে থাকেনা অপরের
    ছিটে ফোঁটা কোন জৌলস।

    মনে আজি তাই ছন্দের জালে
    ধরিব তব দুঃখের মাছ;
    মনে মনে যে বাঁধন মোদের
    গাঢ়তর হবে জেনো আজ।

    হে প্রেরণাদায়িণী; ফুটেছে কি তব মুখে সৌর হাসি?
    নিশ্চয়ই তা হয়েছে জানি;
    কারণ…
    আমি যে তোমায় অসীম ভালবাসি। :rose2: :rose2: