আজ সারা পৃথিবীতে অর্থনীতি নিয়ে তোলপাড়। হয়ত আমাদের ও ভাবার কিছুটা অবকাশ আছে!
জানিনা মুক্তমনার সবার কেমন লাগবে!
‘কে বলে অর্থনীতিবিদদের কৌতুকবোধ নেই’?
টিচার্স রুমের নোটিস র্বোডে একটি কাগজ ঝুলছিলো।
যার বাংলা করলে দাঁড়ায় অর্থনীতি–
যদি ২টি গরু দিয়ে ব্যাখ্যা করা হয় তাহলে-
সমাজতান্ত্রিক-তোমার যদি ২টি গরু থাকে তাহলে দরিদ্র প্রতিবেশীকে ১টি দিয়ে দাও!
কম্যুনিজম -তোমার ২টি গরু আছে, সরকার ২টিই নিয়ে নিল তোমাকে দিল একপোয়া করে দুধ!
ফ্যাসিজম -তোমার দুটি গরু ছিলো, সরকার দুটিই নিয়ে নিল, তোমাকে কিছুই দিলনা!
ব্যুরোক্রাসি-তোমার গরু সরকার নিয়ে একটিকে মেরে ফেলল, আরেকটা গরুর দুধ কাউকেও না দিয়ে অবহেলায় নষ্ট করল!
পুরোনো ধনতান্ত্রিকতা-দুটি গরু ছিলো।একটি গরু বদলে ষাড় কেনা হলো।অপর গরুটি বিক্রি করে তার সুদ দিয়ে সমস্ত খরচ চলতে থাকলো।
আমেরিকার অর্থনীতি- দুটি গরুর একটি বিক্রি করা হলো, আরেকটার ওপর এমন চাপ সৃষ্টি করা হলো যাতে সে চারটি গরুর সমান দুধ দেয়।অতিরিক্ত চাপে গরুটা মারা যাবে কি না সে খেয়াল কারো নেই।
জাপানের অর্থনীতি-দুটি গরুকে জেনেটিক ম্যানিপুলেশনের মাধ্যমে ১০ গুন ছোট ও ২০ গুন বেশি দুধ দেয়ার ব্যবস্থা করা হলো।গরুর কার্টুন (গরুমনস) বানিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া।
জার্মান অর্থনীতি-দুটি গরুকে জেনেটিক ম্যানিপুলেশনে ১০০টি গরু বানিয়ে তাদের মাসে একবার খাবার দেয়া ও দোয়ানো।
বৃটিশ অর্থনীতি-দুটি গরু, দুটোই পাগল।
ইটালিয়ান অর্থনীতি-দুটি গরু, কিন্তু তারা জানেনা কোথায়….তারপর স্প্যাগেটি খেতে যাওয়া।
রাশিয়ান অর্থনীতি-দুটি গরু।গোনার পর দেখা গেল ৫টি, আবার গুনে দেখা গেল ৩০টি, নুতন করে গুনে দেখা গেল ১৭টি।তারপর গোনা বন্ধ করে সকালবেলাই চারনম্বর ভদকার বোতল খুলে গ্লাসে চুমুক দেয়া।
ফ্রান্সের অর্থনীতি-দুটি গরু, তারা পৃথিবীর শ্রেষ্ঠ গরু।
সুইজারল্যান্ডের অর্থনীতি-৫০০ গরুর একটিও তাদের নয়, অপরিচিত বিদেশীদের। এভাবে ধনী হওয়া।
ভারতীয় অর্থনীতি-দুটি গরুকে সকাল-বিকাল পূজা করা।
চীনা অর্থনীতি-দুটি গরুকে প্রতিদিন ৩০০ মানুষ দিয়ে দুইয়ে উচ্চ উতপাদন করা।
মুক্তমনার বুদ্ধিমান লেখক ও পাঠকরাই বলতে পারবেন বাংলাদেশের অর্থমন্ত্রী দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োগ করেছেন!
ঠিক।
একমত হতে পারলাম না।
আমেরিকার অর্থনীতি – ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা।
দুটি গরু থেকে একশটি গরুর বানানোর সুযোগ আছে এখানে। একশটি থেকে তিরিশটি সরকারকে দিয়ে দেবে।
সরকার একজন দরিদ্রকে দশটি গরু (দুটি নয় কিন্তু, দশটি) দিবে। দরিদ্রটি দশটি থেকে একশটি বানাবে। সরকার তিরিশটি অন্য দরিদ্রকে দেবে।
দরিদ্রটি বসে বসে বিয়ার টানলেও অসুবিধা নেই। আবার দশটি পাবে।
“আমেকান সাম্রাজ্যবাদ নিপাত যাক”, “লেনিনবাদ জিন্দাবাদ”, “মাওবাদ জিন্দাবাদ” স্লোগান দেওয়ার ফাঁকে ফাঁকে পড়াশোনা করে বড় হয়েছি। শেষমেষ আমেরিকাতেই পাড়ি জমিয়েছি।
@নৃপেন্দ্র সরকার,
এমন অকপট্ স্বীকারুক্তি প্রশংসাযোগ্য।
উপরের কমেন্টে মুক্ত মনার নাম যোগ করার জন্য আমাকে আইপি সহ ব্যান করা হবে না তো! 🙁 :-/
@পথিক,
না, আয়াতুল্লারা বোধ হয় মুক্তমনার নাম এখনও শোনেননি!
@লাইজু নাহার,
ঠিক। শুনেছি তিনি মুক্তমনাকে আইপি সহ ব্যান করেছেন। আর দুটি ভাগ্যবান গরু বেহেস্তে ৭২টি হুরি গাভী পরিবেষ্টিত অবস্থায় হালাল জীবন যাপন করছে।
@অভিজিত,
তাহলো তো মুশকিলই হোল!
কবে না জানি আয়াতুল্লারা আমাদের কল্লাপ্রতি পুরস্কার
ঘোষনা করে ফেলে!
ধন্যবাদ!
@অভিজিৎ,
ঐ মিয়া, কোন আয়াতুল্লাহর কথা বলেন??? খোমেনী??? উনি তো কবেই……
ভেনেজুয়েলার অর্থনীতিঃগরুগুলো বিদেশি কোম্পানীর হাতে থাকবে,কয়েক দিন পর শাভেজ সরকার তাদেরকে সরকারি মালিকানায় নিয়ে আসবে।
ইরানের অর্থনীতিঃদুটি গরু থাকবে ,তাদেরকে ব্যভিচারের দায়ে প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যা করা হবে।
আর গরুগুলোকে মুক্তমনায় নিয়ে এলে সব ভুলে তারা আস্তিক-নাস্তিক বিতর্কে ঝাঁপিয়ে পরবে। 😀
বাংলাদেশের অর্থনীতিঃ মেরে দেয়া গরুদুটির ভাগ্যে কি ঘটেছে তা জানার জন্য একটা তদন্ত কমিটি হবে যার প্রতিবেদন কোনদিন প্রকাশিত হবে না।
@আতিক রাঢ়ী,
৯৯.৫% সত্যি কথা!
ধন্যবাদ!
বাংলাদেশঃ তোমার যদি ভারত থেকে চোরাই পথে পাওয়া সকাল বিকাল পুজা করা দুইটা গরু থাকে, তবে একটাকে এ বছরের ঈদে আল্লাহর নামে কোরবানী দাও। আরেকটাকে ঘাস লতা পাতা খাইয়ে রেখে দাও আগামি বছরের ঈদের জন্য।
@ফরিদ আহমেদ,
উত্তম!!!
ধন্যবাদ।
এজন্যই মনে হয় কথায় আছে, “গরু মেরে জুতা দান”।
বাংলাদেশের অর্থনীতি তেমনই হবে।
@আদিল মাহমুদ,
এত নির্দয় হওয়াটা কি ঠিক হলো?
আমাদের দেশের কিছু সুশীল রাজনীতিকরা মাইন্ড করতে পারেন!
@লাইজু নাহার,
নির্দয় হল কই? আরেকজন তো কিছুই দেননি, দুটো গরুই মেরে দিয়েছেন। আমি তো তাও জুতো দিতে মত দিয়েছি। সুশীল রাজনীতিকরা তাতেই সন্তুষ্ট হবেন।
বাংলাদেশ অর্থনীতি – দুটো গরুই বিক্রি করে দিয়ে অর্থ মেরে দেওয়া।
@ব্রাইট স্মাইল্,
হাসালেন!
তবে কথাটা অনেকাংশেই সত্যি।
ধন্যবাদ!