আমেরিকার বিখ্যাত কবি এ্যালেন গিন্সবার্গ ৭১ সালে যুদ্ধাঞ্চল ভ্রমণ করে একটি অসাধারণ কবিতা লিখেছিলেন। সম্প্রতি খুঁজে পাওয়া গেলো কবির নিজের স্বরে কবিতাটি। অবশ্য কবিতা আকারে নয়; গান। ৩৮ তম বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের কিছু মূল্যবান ফুটেজের সাথে কবিতাটি তুলে দেয়া হলো। আশা করি আমরা সবাই শহীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো। এবং গিন্সবার্গকেও আরেকবার ধন্যবাদ জানাবো। সবাইকে ‘শব্দগুচ্ছ’র পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।
httpv://www.youtube.com/watch?v=0u88axN_kj4
ধন্যবাদ অভিজিৎ রায়,
আসলে মৌসুমী ভৌমিকের গানটি এই কবিতারই বাংলা অনুবাদ। এ ভিডিওর কিছু ফুটেজ ইউ টিউবে ওই গান থেকে নেয়া, তৃতীযমাত্রা যা আপলোড করে। বিজয় দিবসের অভিনন্দন।
…সময়ের প্রচণ্ড অভাব যাচ্ছে। পুরো একটি বছর ব্যস্ত থাকলাম ‘বিশশতকের বাংলা কবিতা’ সম্পাদনায়; আবার নিজের ‘নির্বাচিত কবিতা’র পাণ্ডুলিপিও এখনও শেষ হয়নি। তবে আশা রাখছি নিয়মিত আলোচনায় অংশ নেয়ার। আপনার আমন্ত্রণের জন্যে ধন্যবাদ।
হাসানআল আব্দুল্লাহ,
এ্যালেন গিন্সবার্গের সংযোজনটির জন্য অসংখ্য ধন্যবাদ। গিন্সবার্গকে শ্রদ্ধাভরে স্মরন করছি।
যশোর রোড ১৯৭১ হেডিংটা দেখে মৌসুমী ভৌমিকের যশোর রোড গানটার কথা মনে পড়ে গেলো –
httpv://www.youtube.com/watch?v=MA3DRnFqYjc
বাই দা ওয়ে, আপনি ব্লগের বিভিন্ন আলোচনায় একদমই অংশ নেন না। শুধু কবিতা নিজের ব্লগে পোস্ট করে চলে গেলেই কি হবে? আমাদের বিভিন্ন আলোচনাতেও অংশ নিন। যেমন, জীবনানন্দ দাসের এই কবিতাটি নিয়ে আপনি হয়ত আলোচনায় অংশ নিতে পারতেন। আপনি মন্তব্য করলে, এতে করে অন্যরাও আপনার লেখা নিয়ে মন্তব্য করতে উৎসাহী হবেন।