পূর্ব বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা “পাখিরা” ও এটির ইংরেজী অনুবাদ এই ব্লগে দেয়া হলো।

অনুবাদটি আমারই করা। সত্যি বলতে কি জীবনানন্দের প্রায় সবক’টি কবিতাই অতি দুর্বোধ্য অন্ততঃ আমাদের মত সাধারণ পাঠকদের কাছে তো বটেই! তাঁর রচিত অন্যান্য কবিতার মত এটিতেও মৃত্যুর আভাষ সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়। এই ব্যাপারে ইংরেজী কবি জন কীটস্‌ এর সাথে জীবনানন্দ দাশের অনেক মিল দেখা যায়। দুই কবিই মৃত্যুকে অত্যন্ত রোমান্টিক দৃষ্টিতে অবলোকন করেছেন। মৃত্যকে মোটেই ভয়ের দৃষ্টিতে দেখেন নি এই দুই কবি। কীটস্‌ তাঁর অন্যতম কবিতা “La Belle Dame Sans Merci” তে পাখিহীন জগৎকে মৃত্যুর দেশ বলে চিহ্নিত করেছেন। আর আমাদের কবি জীবনানন্দ ঠিক সেটিই করেছেন অনেক কবিতায়। আমি কীটস্‌ রচিত “La Belle Dame Sans Merci” কবিতার প্রথম ক’টি চরন এখানে তুলে ধরলাম যাতে পাঠকরা আমার এই ‘এনালজী’ টি অনুধাবন করতে সক্ষম হোন।
——————-
La Belle sans Merci
(John Keats 1795-1884)

O WHAT can ail thee, knight-at-arms,
Alone and palely loitering?
The sedge has wither’d from the lake,
And no birds sing.
——————-
কীটস্‌ রাজ-রাজড়াদের সন্তানদের উদ্দেশ্য করে বলছেন – এখানে একাকী ও ফ্যাকাশে মুখ করে পায়চারী করছো কেন? শৈবালগুলো বিবর্ণ হয়েছে হ্রদের কাছে, এখানে পাখির আর কলতান পর্যন্ত নেই।
——————-
এসব হবে কি করে? এটি যে মৃত্যুর দেশ!!!

কীটস্‌ এর অনেক কবিতা জীবনানন্দ দাশের মনকে আলোড়িত করেছে। এটিই আমার ব্যক্তিগত অভিমত। তাঁর জন্মের পনেরো-কুড়ি বছর আগে কীটস্‌ ইহধাম ত্যাগ করেন। তাই অপরিনত বয়সে জীবনানন্দ যে কীটসের কবিতা পড়েন নি, সেট বলা ভূল হবে।

কীটস্‌ ও জীবিনানন্দ দাশ এর তূলনামূলক কবিতা নিয়ে পরে বিষদ আলোচনা করা যাবে। এবারে দাশ কবির “পাখিরা” কবিতাটি পড়ে দেখুন। ইংরেজী অনুবাদটি আমার তবে সেটি পছন্দ হয় নি। তবে যারা বাংলা পড়তে পারেন না বা বাংলা বুঝেন না, তাদের জন্য এটি করা। জীবনানন্দ দাশের অনেক কবিতার মূল ভাব যে বুঝা বেশ কঠিন সেটি সবাই আমার সাথে একমত হবেন।

জাফর উল্লাহ
নিউ অর্লিয়ান্স
নভেম্বর ২৯, ২০০৯

————
পাখিরা
জীবনানন্দ দাশ
[‘ধূসর পান্ডুলিপি’ কাব্যগ্রন্থ থেকে নেয়া]

ঘুমে চোখ চায় না জড়াতে –
বসন্তের রাতে
বিছানায় শুয়ে আছি;
– এখন সে কতো রাত !
ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর,
স্কাইলাইট মাথার উপর,
আকাশে পাখিরা কথা কয় পরস্পর।
তার পর চ’লে যায় কোথায় আকাশে?
তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে।

শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে,
চোখ আর চায় না ঘুমাতে;
জানালার থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে,
সাগরের জলের বাতাসে
আমার হৃদয় সুস্থ হয়;
সবাই ঘুমায়ে আছে সবদিকে-
সমুদ্রের এই ধারে কাহাদের নোঙরের হয়েছে সময়?

সাগরের ওই পারে – আরো দূর পারে
কোনো এক মেরুর পাহাড়ে
এইসব পাখি ছিলো;
ব্লিজার্ডের তাড়া খেয়ে দলে-দলে সমুদ্রের ‘পর
নেমেছিল তারা তারপর,
মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে।
বাদামি – সোনালি – শাদা – ফুটফুটে ডানার ভিতরে
রবারের বলের মতন ছোট বুকে
তাদের জীবন ছিল-
যেমন রয়েছে মৃত্যু লক্ষ-লক্ষ মাইল ধ’রে সমুদ্রের মুখে
তেমন অতল সত্য হ’য়ে।

কোথাও জীবন আছে, – জীবনের স্বাদ রহিয়াছে,
কোথাও নদীর জল র’য়ে গেছে – সাগরের তিতা ফেনা নয়,
খেলার বলের মতো তাদের হৃদয়
এই জানিয়েছে;
কোথাও রয়েছে প’ড়ে শীত পিছে, আশ্বাসের কাছে
তারা আসিয়াছে।

তারপর চ’লে যায় কোন্‌ এক খেতে;
তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে-যেতে
সে কি কথা কয়?
তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময়।

অনেক লবণ ঘেঁটে সমুদ্রের পাওয়া গেছে এ-মাটির ঘ্রাণ,
ভালোবাসা আর ভালোবাসার সন্তান,
আর সেই নীড়,
এই স্বাদ – গভীর – গভীর।
আজ এই বসন্তের রাতে
ঘুমে চোখ চায় না জড়াতে;
ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর,
স্কাইলাইট মাথার উপর,
আকাশে পাখিরা কথা কয় পরস্পর।
———

Those birds
Jibanananda Das
[From ‘Gray Manuscript’ book of poem collection]

Those slumber-laden eyes won’t shut –
in this vernal nighttime
On my bed I lay down.
– wee hours of night passes by!
Roaring waves of ocean one could hear,
Skylight at the zenith,
Birds chirping at each other in the sky.
Then, somewhere they vanish?
The waft of their feathers is everywhere.

I feel a sensation in this vernal nighttime,
My eyes are bereft of sleep;
Through the windows starlight descends,
My heart gets well
through moisture laden ocean breeze;
Folks slumbering everywhere –
Whose ship is about to cast its anchor on this Oceanside?

These birds were there,
Far far away, on the other side of ocean
On some hillside of a continent;
They then descended on the ocean
after blasted away by the blizzard, lots of them,
In the same vein, when people fall to their death trance.
Inside the almond – golden – white colored wing
Lays a vibrant petit rubber like breast full of life –
In the same fashion, there lies the death,
Million miles away on the mouth of the ocean,
Bearing the testament of truth.

Life is there somewhere, – so is sensation of life,
The river water is somewhere – not the bitter sea scum,
They tell us that
their hearts look just like the ball we play with,
The winter lays somewhere behind,
they came for consolation.

They then head for a field;
What do they talk so passionately
when they tread together in the skyway?
The time has come for their first egg to crack.
The smell of soil was found
After churning many a salt laden seawater
love and its offspring emanating from love,
And that nest too!

This sensation – deep – deep.
Tonight, in this vernal nighttime
those slumber-laden eyes won’t shut –
One could hear the roaring waves of ocean,
Skylight at the zenith,
Birds are chirping at each other in the sky.
————————
Translated by: A.H. Jaffor Ullah
নভেম্বর ২৮, ২০০৯