স্বাধীনতার ঘোষক নিয়ে আর কত বিতর্ক ?
কিছু বিতর্ক ইচ্ছে করেই টিকিয়ে রাখা হয়। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে বিতর্ক এমনি একটি বিষয়। আমরা ডয়েচে ভেলের এক সময়কার সম্পাদক মাসকাওয়াথ আহসান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আবদুল্লাহ আল ফারুকের গ্রন্থনা উপস্থাপনায় ‘৩৫ বছরে বাংলাদেশে’ শীর্ষক যে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিলো ২০০৬ সালের ২৬ এ মার্চ, তার ষোড়শ পর্ব আজকে পুনঃ প্রকাশ করছি। অনুষ্ঠানটিতে উঠে এসেছে বঙ্গবন্ধুর ভাষণ – মেজর জিয়ার ঘোষণা-র অডিও, স্বাধীন বাংলা বেতার বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা শব্দ সৈনিক বেলাল মোহাম্মদের সাক্ষাৎকার, মুক্তিযুদ্ধের দলিলপত্রের প্রথম সংস্করণের অন্যতম গ্রন্থিক ও ইতিহাস গবেষক আফসান চৌধূরীর প্রামাণিক বয়ানসহ বিভিন্ন সমসাময়িক বিষয় উঠে এসেছে। অনুষ্ঠানটি প্রচারের পর এসময় লেখাটি গ্রন্থিত করে আমাদের জন্য পাঠিয়েছিলেন আমাদের তৎকালীন জার্মান নিবাসী মুক্তমনা সসস্য সজল খালেদ। তার লেখাটি রাখা আছে এখানে।
ইতিহাসের বিভ্রান্তি দূর করার প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিওফাইলটি মুক্তমনা সদস্যদের শুনবার আমন্ত্রণ রইলো
মুক্তমনা মডারেটর।
২৬ এ মার্চ, ২০০৯
Leave A Comment