ইসলাম কি নারীকে মুক্তি দিয়েছে? (পর্ব -৮)

 তৃতীয় নয়ন

 

আগের পর্বের ( | | | | | | ) পর

ইসলাম মেনে কি মেয়েদের পক্ষে চলচিত্র, নাটক করা সম্ভব? 

না অসম্ভব! কারণ, চলচিত্র, নাটক এগুলা ইসলামে বলতেগেলে নিষিদ্ধই।  ইরাণের উদাহরণ এক্ষেত্রে অর্থহীন। ইরাণে মেয়েরা যেভাবে সিনেমা নাটক করছে কঠোরভাবে ইসলাম মানলে তাও সম্ভব হত না। সাধারণভাবে সিনেমা নাটক বলতে আমরা যা বুঝি ইসলাম মেনে মেয়েদের পক্ষে তা করা অসম্ভব।

তৃতীয় নয়ন, বাংলাদেশ নিবাসী লেখক।  মুক্তমনায় নিয়মিত লিখে থাকেন।