রোবট বন্ধু
রোবট বন্ধু আব্ধুল্লাহ-আল-মামুন সেলুলয়েডের জানালার পাশে আধা শোয়া হয়ে, মাথায় লাগানো “রিক্রিয়েশন মেশিন” টার রিমোট হাতে, ইমোশোনাল মুড, দ্রুত পরিবর্তন করে চলেছে ১৮ বছর বয়সি ম্যাক। একবার স্নেহ, একবার ভালবাসা পরক্ষনেই আবার রোমান্স মুড, কোনটাতেই যেন শান্তি পাচ্ছে না ম্যাক। সবগুলা মুডই তার কাছে কৃত্তিম মনে হচ্ছে, সবগুলাতেই তার মনে হচ্ছে কি যেন নেই। শুরু [...]