আমার নিস্পাপ তুমি…
আমার নিস্পাপ তুমি... আব্দুল্লাহ-আল-মামুন একবার তুমি নীল শাড়ী পরে, মেঘ দেখতে এসেছিল। আমি নীল পরী ভেবে ভুল করেছিলাম। মুহুর্তেই আমার বুকে জমাট বাঁধা নীল কষ্টগুলো উড়ে গিয়েছিল তোমার নীল আঁচলের আবেগী বাতাসে। নীলা তোমার মনে আছে? একদিন তুমি সাদা শাড়ী পরে, আমার সাথে পুর্ণিমা দেখতে বেরিয়েছিলে। বিশ্বাস কর, আমি একটি বারের জন্যেও ঐ চাঁদের দিকে [...]