মেডিকেল ফিজিক্সের উপর একটি সেমিনার – আপনাদের অংশগ্রহণ কাম্য
মেডিকেল ফিজিক্সের উপর একটি সেমিনার এ বছরের আগামী মে কিংবা জুন মাসে (সঠিক তারিখ কয়েক দিন পরে জানিয়ে দেয়া হবে) গণবিশ্ববিদ্যালয় (Gono Bishwabidyalay University) এর ডিপার্টমেন্ট অব মেডিক্যাল ফিজিক্স এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (MPBME) এর উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। আপনাদের কাছ থেকে এ সেমিনারের জন্য গবেষণাপত্র (scientific paper) প্রেরণের আমন্ত্রণ জানানো হচ্ছে। এই আমন্ত্রণপত্র [...]