বিস্মৃতির বিরুদ্ধের সংগ্রাম
কারোর কৃতি বিচার করার আগে দেখার চেষ্টা করি, তিনি আদৌ মানুষ আছেন কিনা। যদি না-হন, যথাসম্ভব দূরে-থাকার চেষ্টা করি। যেমন: আল মাহমুদ বা সৈয়দ আলী আহসানের লেখাপত্র পড়লেও আকর্ষণ বা আগ্রহ বোধ করি না। আলোচনা দূরস্থান। তেমনই, কবীর সুমন নামের ইতরশিরোমণির বিষয়েও। ২০১৫-তে যখন ইস্লামি মৌলবাদী বদমায়েশেরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ব্লগারদের কুপিয়ে মেরে উল্লাস করছিল [...]