মনোরমা তাশখন্দ ও পৃথিবীর প্রথম কোরআন
তাশখন্দ দু'হাজার বছরের পুরানো শহর। বহু পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস ও সূষ্টির মধ্য দিয়ে গড়ে উঠেছে আজকের তাশখন্দ। তুর্কী নাম তাশখন্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘পাথুরে নগরী’। প্রশস্ত পথ, পরিকল্পিত বনানী ও ঝকমকে দালানকোঠায় সজ্জিত আজকের তাশখন্দ। ১২১৯ সালে চেঙ্গিশ খানের আক্রমনে তাশখন্দ ধ্বংসস্তুপে পরিনত হয়। আবার ১৯৬৬ সালে প্রবল ভূমিকম্পে তাশখন্দ প্রায় মাটির সঙ্গে মিশে [...]