রাজাকার ফোরকান মল্লিকের টাইমলাইন

আজ (১৬/০৭/২০১৫) বৃহস্পতিবার সকাল ১০.৪৫-এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের ফাঁসির রায় দেয়, যা একাত্তরের মানবতাবিরোধী ২২ তম অপরাধীর রায়। টাইমলাইন- একাত্তরের আগে: রাজাকার ফোরকান মল্লিকের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ছইলাবুনিয়া গ্রামে। বাবা সাদের মল্লিক ও মা সোনভান বিবি। সে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনা [...]