জগতজ্যোতি দাশকে কেন বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হবে না? পর্ব দুই
প্রথম পর্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া গেল না। কয়েক মাস অপেক্ষা করে আবার তথ্য কমিশনে জানালাম আমি কোন তথ্য পাইনি। বিষয়টা আমলে নিয়ে আবার নিষ্পত্তির উদ্দ্যেশে উভয়পক্ষকে ডাকলো। এবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব জানালেন, তার মন্ত্রনালয়ে কোন তথ্য নেই, যেসব মন্ত্রনালয়ে তাগাদা দিয়ে চিঠি দেয়া হয়েছে তারাও কোন সাড়া দেয়নি। তথ্য [...]