ব্লগে কমেন্ট করতে গিয়ে ‘কিভাবে এটা করব’, ‘কিভাবে ওটা করব’ – এধরণের নানা ধরণের প্রশ্ন করেন।  কৌতুহল প্রকাশ করতে কোন বাধা নেই। আমরা চাই পাঠক এবং লেখকেরা আরো প্রশ্ন করুন। কিন্তু অনেক সময় দেখা যায় – একই প্রশ্নের জবাব বারে বারে দিতে হয়। এ ধরণের পুনরুক্তি এড়ানোর জন্য এই পৃষ্ঠাটি তৈরি হল। বিষয়ে ঢুকবার আগে আমাদের ব্লগের নীতিমালাটি সবার আগে পড়ে দেখতে অনুরোধ করা হচ্ছে। 


ব্লগ বিষয়ে সাহায্যের ক্ষেত্রে আপনার প্রত্যাশা পূরণ না হলে, কিংবা  আরো বেশি কিছু জানতে চাইলে যোগাযোগ করুন এই ঠিকানায় – [email protected]