অভিজিৎ রায় ও এখনকার প্রজন্মের মুক্তচিন্তা
পঞ্চাশ বছরের চেয়েও বেশি সময় ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক অধ্যাপক স্যামুয়েল ফিলিপ হান্টিংটনের। তিনি তাঁর Clash of Civilizations গ্রন্থে ইসলাম নিয়ে বলেছিলেন যে, "আসলে সমস্যার মূল কেন্দ্র Islamic terrorist নয়, বরং Islam religion, কারণ এর ভেতরেই সেই সমস্যার জটিলতা নিহিত" । বিজ্ঞান লেখক অভিজিৎ রায় 'বিশ্বাসের ভাইরাস' বইটির শুরুতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছিলেন। [...]