স্বপ্ন খেকো মানুষ
রতন ভাবে, আর ছয়টা মাস...। এখন আর শরীরে কুলায় না। বয়েস হয়েছে। ডায়াবেটিস আছে। আজ পনোরো বছর অফিস করছে ঢাকা গিয়ে। সাড়ে ছটার লঞ্চ ধরে গজারিয়া থেকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল। সেখান থেকে ট্রেন চেপে কমলাপুর স্টেশন। ট্রেন পাল্টিয়ে কোন একটা ট্রেনে ধরে শেষে অফিস। সাকুল্যে সাত হাজার টাকার পিয়নের চাকরি। জমিজিরত নেই। ক্লাশ ফাইভ পর্যন্ত [...]