বোরখার আড়ালে
আমার ছোটবেলা থেকেই আরব দুনিয়া সম্পর্কে একটা কৌতুহল ছিল। বিশাল মরুভূমি ও তেলের দেশ সেখানের জীবন যাত্রা সম্পর্কে জানার তীব্র কৌতুহল। কিন্তু বিশাল ভাবে জানার তেমন কোন উপায় ছিল না। পরবর্তী সময়ে ইন্টারনেটের দৌলতে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। আর যে বর্বরতা, নিষ্ঠূরতা আমার চোখে জল এনে দিয়েছিল তা মেয়েদের উপর বর্বচিত ধর্মীয় আইন প্রয়োগ। [...]