আদি প্রাণ থেকে মানুষ : জীবনের স্বতঃস্ফূর্ত মিছিল
খোকা মাকে শুধায় ডেকে, ‘এলেম আমি কোথা থেকে কোন্খেনে তুই কুড়িয়ে পেলি আমাকে?’-অতি বিচক্ষণ মা যে উত্তর দিয়েছে তাতে অবাধ্য খোকা খুশী হয়েছিল কিনা জানা যায় না। তবে খোকার এই জিজ্ঞাসা জগতের অত্যন্ত মৌলিক প্রশ্নাবলীর মধ্যে একটি সন্দেহ নেই। জ্ঞানের সামগ্রিক ইতিহাসে খোকার মত অবাধ্য মানুষগুলো বারবার জানতে চেয়েছে, আমরা কোথা থেকে এসেছি, কী আমাদের [...]