এ যুদ্ধ শুধু অভিজিৎ এর নয়, আমারও!
“জাত গেল জাত গেল বলে, একি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সবি দেখি তা না না না.............. গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাত কারে কয়.. এই ভ্রমও তো গেল না ” – ঊনিশ শতকের লালন ধর্মতত্ব । লালন তখনেই বুঝে ছিলেন “ধর্ম”- বড়ই মহা মুল্যবান তত্ব। [...]