রিচার্ড ডকিন্সের নতুন তথ্যচিত্র- Faith School Menace?
শিক্ষা-প্রতিষ্ঠান এখন আদর্শিক সংঘাতের ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। বাংলাদেশে সরকার বদলের সাথে সাথে ইতিহাস বদলায়, আর ধর্মশিক্ষা তো বেশ অনেকদিন ধরেই প্রচলিত। রাষ্ট্রই বলে দিচ্ছে নাগরিকের রাজনৈতিক দর্শন কি হওয়া উচিত, কোন ধর্মটি পালন করা উচিত। ভয়ের বিষয় হল, এই চিত্রটি কমবেশি সার্বজনীন। যুক্তরাজ্যে এখন প্রতি তিনটি বিদ্যালয়ের মধ্যে অন্তত একটি আনুষ্ঠানিকভাবে কোন না কোন ধর্মের সাথে সম্পৃক্ত, এবং একারণে অন্যসব বিদ্যালয় থেকে এসব প্রতিষ্ঠান কিছু বিশেষ রাষ্ট্রীয় সুবিধা উপভোগ করে। এরকম পরিস্থিতিতেই রিচার্ড ডকিন্স চ্যানেল ফোরের জন্য তৈরী করেছেন একটি নতুন ও বিতর্কিত তথ্যচিত্র- “Faith School Menace?”