ও আলোর পথযাত্রী……
আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরটি অসম্ভব সুন্দর। যারা মতিহার চত্বরে এসে ঘুরে গেছেন, তাঁরা নিশ্চয়ই তা স্বীকার করবেন। এই চত্বরে আমাদের শৈশব, কৈশোর এবং যৌবনের সিংহভাগ কেটেছে। এই চত্বর বলা চলে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। এখানে ভোর বেলা পাখির কিচির মিচির শুনে আমাদের ঘুম ভেঙেছে, বেলি ফুল সংগ্রহ করেছি বন্ধুদের সাথে কাড়াকাড়ি করে। এখানে প্যারিস রোডের [...]