আল্লাহর সন্তুষ্টির বিধানে পশুর সাথে নির্মম ও নিষ্ঠুর নৃশংসতায় কুরবানী
পশু বলী, পশু জবাই, পশু কুরবানী , পশু শিকার মত প্রাচীন গুহাবাসী বনবাসী প্রথা এবং আদীম মানুষের মত আয়োজন করে পশু হত্যা বা পশুর প্রতি নিষ্ঠুর অহ্চরনের দেয়ালচিত্র আজো সভ্য সমাজ বহন করছে। প্রাচীন গুহাবাসী মানুষ জ্যান্ত পশু ধরে নানা গান বাজনা নৃত্য করে তারপর আনুষ্ঠানিকভাবে পশুহত্যা করতে । এই প্রথা আদিম যুগেও যেমন দেখা [...]