রাঙামাটির শহরে দুপুরবেলা আহারে, সাম্প্রদায়িক হামলার সুর শোনা যায়
অনেকে হয়ত ভার্চ্যুয়াল জগতের কল্যানে অলরেডি অবগত হয়েছেন, আবার অনেকে হয়ত এখনো জানেন না । তবে টাইটেলটা পড়ামাত্রই যেকোন পাঠকের পক্ষে (বাংলা সিনেমার মতো প্রথম দৃশ্যর পরে) ধারণা করা সম্ভব, কি ঘটবে পরবর্তীতে । নতুন কোন আবিষ্কার নয়, পুরাতন দাঙ্গা-হাঙ্গামার তরতাজা খবর নিয়ে এই যৎসামান্য লেখা । দূরে থেকে ও প্রিয়জনদের জীবনের হুমকি আরেকটি নিদ্রাহীন [...]