ইসলাম/মুসলীম ব্যাশিং/ব্যাশার, বিদ্বেষ/বিদ্বেষী……. বিষয়টির নিষ্পত্তি হোক
ইদানিং একটা বিষয় তিক্ত বিতর্কের সৃষ্টি করছে মুক্তমনা ফোরামে। অনেক মুক্তমনা সদস্য ইসলামের সমালোচক সদস্যদের ইসলাম বিদ্বেষী, ইসলাম ব্যাশার, মুসলীম বিদ্বেষী ইত্যাদি বিশেষণে সম্বোধন করে ব্যক্তি আক্রমণাত্মক ভাষায় তিরস্কার করছেন। ব্যাশার কথাটি বহুল ব্যবহৃত। কি অর্থ এর। ইংরেজীতে ব্যাশিং শব্দের অর্থ ব্যক্তির ক্ষেত্রে জোরে আঘাত করা। ইসলামকে জোরে আঘাত করা মানে কি, অবশ্যই কড়া সমালোচনা [...]