বিষাদের স্তম্ভিত নীরন্ধ্র অন্ধকার
(প্রথমে এই কথা বলে নেয়া আমার জন্যে নিরাপদ যে, ইসলাম একটি শান্তির ধর্ম। যেহেতু সেটা প্রতিষ্ঠিত করতে গিয়ে উক্ত মতবাদ লালনকারীরা আমার অগ্রজকে কুপিয়ে মেরে ফেলেছে, আহত করেছে আমার বোনকে।) লোকটার লেখালেখির সাথে আমার পরিচয় ৬-৭ বছরের বেশি হবে, ২০১১তে ফেসবুক বন্ধুতালিকায়। ছবি দেখে অবাক, ''আমি তো আপনেরে আরো বয়স্ক ভাবছিলাম! লেখা পড়ে তো এতো [...]