গল্প নয়
সন তারিখ মনে নাই। সময়টা ছিল এক পড়ন্ত বিকাল। আমি আমার মেডিকেল কলেজের লেকচার গ্যালারী আর লাশকাটা ঘরের মাঝামাঝি বারান্দায় পা ঝুলিয়ে বসে ছিলাম। একজন শিক্ষকের জন্য এভাবে বসে থাকা শোভনীয় কিনা সে ভাবনা একবারো মাথায় আসেনি। ২৫ বছর আগে ফেলে আসা এ আমার পুরানো ক্যাম্পাস। এভাবে বসে এনাটমি বই হাতে পার করেছি কত বিকাল, [...]