লেখকঃ লাইজু মান নাহার
বইয়ের নামঃ আফ্রোদিতির তিনশ দিন
বিষয়ঃ প্রবাস জীবনের ওপর ছোট গল্প
মূল্যঃ ৭৫টাকা
পাওয়া যাবে জাতীয় গ্রন্থকেন্দ্র(ষ্টল নং ২১৯,২২০,২২১)
বইটি মেলায় যাবে কিনা নিশ্চিত ছিলামনা!
তাই মুক্তমনায় জানাতে এত দেরী হয়ে গেল!
স্কানিং দেশ থেকে পাঠালে পোষ্ট করব।
আফ্রোদিতির তিনশ দিন ………… অবশ্যই পড়বো। দুই তিন দিনের মধ্যেই হাতে পেয়ে যাবো হয়তো। আমার শহরে খুঁজেছি পাইনি। ধন্যবাদ।
অভিনন্দন লাইজু নাহার। বইয়ের ছবিটা স্ক্যান করে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। এখানে রেখে দেয়া যাবে।
আমি আপডেট করব শিগগিরই।
@অভিজিত,
ধন্যবাদ অভিজিতদা!
পেলেই পাঠিয়ে দেব।
প্রথম বই নাকি?
অভিনন্দন রইল, আশা করি কখনো পড়তে পারব।
@আদিল মাহমুদ,
হুঁ প্রথম বই।
হারাধনের একটি ছেলে!
ধন্যবাদ,শুকরান,থ্যাঙ্কু,দাঙ্কুবেল,দাংকেসন,মার্সিবুকু…………..!
@লাইজু নাহার,
গ্রাসিয়াস। দভরাদিন।
আশা করি হারাধন পরিবারে আরো সংযোজন ঘটবে।