লিখেছেন: নশ্বর
বিশ্বাস আর যুক্তির দ্বন্দ্ব
আজন্ম বহমান গঙ্গার মতো
কলমের বিপরীতে ওঠে ধারালো অস্র
প্রতিটি মূহুর্ত কাটে তীব্র অস্থিরতায়
নামগুলো বার বার চিৎকার করতে থাকে
আবারো একটি নাম ঝরে পড়ে নিষ্ঠুর ধর্মের আঘাতে
কুসংস্কার রক্ষায় ধার্মিক মেতে উঠে মানব হত্যায়
নিষ্ঠুর হত্যাযজ্ঞে পবিত্র হয় মহামানবের নাম
অন্ধকার গ্রাস করতে থাকে মানবতাকে।
তারপর….
রক্তেমাখা কাগজগুলো শুধু সাক্ষী হয়ে থাকে।।
হত্যাই ধর্ম, মনবতার হত্যাই ধর্ম; তাই প্রমাণ করেছে ধার্মিকেরা। মুক্তমনায় স্বাগতম জানুন।
সহমত আপনার সাথে। শুভ কামনা রইলো।
ধন্যবাদ। 🙂
এই রক্তাক্ত কাগজ গুলোই একদিন মাথা তুলে দাঁড়াবে।
ইতিহাস তাই বলে….
হুম তাই।
ধর্ম ও বিশ্বস মানবতার অপগ্লানি ছাড়া আর কিছুই নয়। এখানে আছে পারিবারিক রাজনীতির মতো ভয়াভহ এক নরক।
সহমত। নির্মম সত্য বলেছেন।