বেশ কিছুদিন যাবত ইগোর লড়াই, অনাবশ্যক তর্ক বিতর্ক জোর হাওয়া বইছে মুক্তমনার পর্দা জুড়ে। মন্তব্য প্রতিমন্তব্যের জেরে মুক্তমনার মুক্ত আকাশ গুমোট হয়ে আছে বেশ কিছু দিন। ক্লান্ত বোধ করছেন কেউ কেউ! এই ভারি পরিবেশ নিশ্চই কাম্য নয় কারো, আসুন অহেতুক সব বির্তকের সলিল সমাধি করে মাথাটাকে একটু ঝালিয়ে নেই পদার্থ বিজ্ঞানী এলবার্ট আইনষ্টাইনের গোলক ধাঁধার মারপ্যাচের খেলায়।
আপেক্ষিক তত্ত্ব, বলবিদ্যা, তড়িচ্চৌম্বকত্ব, গতি বিদ্যা, মহাকর্ষ তত্ত্ব, গণিতসহ পদার্থ বিজ্ঞানের জটিল জটিল সব তত্ত্ব ছিল তাঁর কাছে ডাল ভাতের মত। শুধু কি তাই! যার ভান্ডারে সঞ্চিত ৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র, বিজ্ঞানের বাইরে বেশ কিছু পুস্তক রচনায় সুখ্যাতি সেই আইনষ্টাইনের ধাঁধার গতি প্রকৃতি হবে নিশ্চই আইনষ্টাইনীয় কায়দায়।
বলে রাখছি অস্থিরতার কিছু নেই, পদার্থ বিজ্ঞানের কাঠখোট্টা বিশাল বিশাল সব জটিল সমাধান যার হাতের মুঠোয় তাঁর ধাঁধাটাও আইনষ্টানীয় মস্তিষ্কের মত জটিল মোড়কে আবৃত ভাবার কোন কারন নেই। অবশ্য কিঞ্চিত একটা সমস্যা রয়েছে, জনশ্রুতি আছে ১৯শতকে আইনষ্টাইন নাকি ভবিষ্যৎ বানী করে গিয়েছিলেন ৯৮% লোক এই ধাঁধার সমাধান বের করতে সমর্থ হবেনা!
তাকে কি?
২% লোকেতো পারবে! মুক্তমনার গর্বিত পাঠক লেখকদের উপর নিশ্চিন্তে সেই আস্থা রাখা যায়।
আইনষ্টাইনের বুদ্ধি তাত্ত্বিক এই খেলায় আপনি যদি বিশ্বাস করেন বুদ্ধিমান ব্যক্তির সুখ্যাতি আপনার আছে, বিশ্বের শতকরা দু’জন বুদ্ধিমান ব্যক্তির মধ্যে আপনার অবস্থান(আইনষ্টাইনের মতে), তাহলে নির্দ্বিধায় এই ধাঁধাটির সমাধান বের করে নিজেকে ঝালিয়ে নিতি পারেন সহজেই।
কানে কানে বলে রাখি, ধাঁধাটি সমাধানে কোন কৌশল আশ্রয়ের প্রয়োজন নেই শুধু একটুখানি ধৈর্য্য আর বুদ্ধি প্রয়োগ যথেষ্ট।
শর্ত একটাই, কোন প্রকার কপি পেষ্ট বাদ দিয়ে নিজেকে নিজের কাছে সৎ রাখুন।
চলুন ধাঁধার রহস্য সমাধানে ব্যস্ত হয়ে পড়ি-
(যারা ধাঁধাটি ইতিপূর্বে সমাধান করেছেন আপাতত আপনারা একটু বিশ্রামে থাকুন)
শুরু করা যাক-
1. In a street there are five houses, painted five different colours (একটি রাস্তার ধারে পাঁচটি ভিন্ন ভিন্ন রংয়ের বাড়ি আছে)
2. In each house lives a person of different nationality (প্রতিটি বাড়িতে বসবাস করে আলাদা আলাদা দেশের একজন করে ব্যক্তি)
3. These five homeowners each drink a different kind of beverage, smoke different brand of cigar and keep a different pet. (এই পাঁচটি গৃহমালিকদের প্রতিটি আলাদা পানীয়, পাঁচটি আলাদা ব্র্যান্ডের ধূমপানের অভ্যাস এবং ভিন্ন ভিন্ন প্রজাতির পাঁচটি পোষা প্রাণী আছে)
THE QUESTION: WHO OWNS THE ILISH FISH? (প্রশ্ন: কাঁর কাছে ইলিশ মাছটি আছে)?
(ধাঁধাটির সমাধানে নিম্ন লিখিত সাহায্যকারী সংকেত ব্যবহার করুন)
1. The Brit lives in a red house. (লাল বাড়িতে বসবাস করেন একজন ব্রিটিশ)
2. The Swede keeps dogs as pets. (সুইডেনের লোকটি কুকুর পোষে)
3. The Dane drinks tea. (ডেনমার্কের অধিবাসী চা পান করে)
4. The Green house is next to, and on the left of the White house.(সাদা বাড়ির পরের বাম পাশের বাড়িটি সবুজ)
5. The owner of the Green house drinks coffee. (সবুজ বাড়ির মালিক কফি পান করে)
6. The person who smokes Pall Mall rears birds. (যে ব্যক্তি Pall Mall নামের ব্র্যান্ডের ধূমপান সেবন করে তার পোষা প্রাণী পাখি)
7. The owner of the Yellow house smokes Dunhill. (হলুদ বাড়ির মালিক Dunhill ব্র্যান্ডের ধূমপান সেবন করে )
8. The man living in the centre house drinks milk. (মাঝের বাড়ির ব্যক্তিটি দুধ পান করে)
9. The Norwegian lives in the first house. (প্রথম বাড়িতে বাস করে নরওয়ের ব্যক্তিটি)
10. The man who smokes Blends lives next to the one who keeps cats.(যে ব্যক্তিটি বিড়াল পোষে তার পরে থাকে Blends ব্র্যান্ডের ধূমপান করা ব্যক্তিটি)
11. The man who keeps horses lives next to the man who smokes Dunhill. (Dunhill ব্র্যান্ডের ধূমপান করা ব্যক্তিটির পাশে থাকে ঘোড়া পোষা লোকটি)
12. The man who smokes Blue Master drinks beer.( Blue Master ব্র্যান্ডের ধূমপান করা ব্যক্তিটি বিয়ার পান করে)
13. The German smokes Prince. (জার্মান ব্যক্তিটি Prince ব্র্যান্ডের ধূমপান করে)
14. The Norwegian lives next to the blue house.( নরওয়ের অধিবাসী লোকটি নীল বাড়িটির পাশে বাস করে)
15. The man who smokes Blends has a neighbour who drinks water.( Blends ব্র্যান্ডের ধূমপান করা লোকটির প্রতিবেশী পানি পান করা লোকটির বাস)
এবার ঝটপট বের করে আনুন ইলিশ মাছটি কার কাছে আছে?
ধাঁধা,,,,,,
আমি প্রথমে বিখ্যাত বিজ্ঞানী আইন্সটাইন স্যার এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি,,,,,,,
আর শ্রদ্ধা জ্ঞাপন করছি,,, আমাদের স্যার কে যিনি এ জটিল ধাঁধাটি আমাদেরকে সমাধানের জন্য দিয়েছে,,,
আমি আজকে ৪ ঘন্টা পরিশ্রম করার পর এর সমাধান বের করতে পেরেছি,,,,,,!
আমার অনেক অনেক ভালো লাগছে সমাধান টি করতে পেরে,,,,,,,
আমার আরো ও ভালো লাগছে আমি সেই ২% লোকদের অন্তভূক্ত হতে পেরেছি,,,,,,,
আর এটা সত্যি যে,,,,, অনেক কষ্টের পর তার যদি ফলাফল ভালো বা সঠিক পাওয়া যায়,,,,,,,
তবে মন এর ভেতরে এক আনন্দের আমেজ বিরাজ করে থাকে,,,,,,।।।।।
মুক্তমনার কি হল?
আপনার মন্তব্যতা কি এই পোষ্ট সম্পর্কিত না কি অন্য কিছু? আরেকটু খুলে বলুন তো ঠিক কি বলতে চাচ্ছেন?
চুল ছিড়া অবস্থা :-Y
@রাজেশ তালুকদার……
আপনার একটু প্রথম থেকেই চুপ থাকা উচিত ছিল কি ??
ঈলিস মাছ কার কাছে তা আমার কিছুই বুঝে আসলনা। একটু সলভ করে দিবেন কি?
অদ্ভুৎ একটা ধাধা দিয়েছেন।
@আঃ হাকিম চাকলাদার,
উপরে মইনুল মোহাম্মদ সুন্দর করে ধাঁধাটির সমাধান বের দিয়ে দিয়েছেন।
হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান। কথায় আছে- একবার না পারিলে দেখ শতবার 🙂
পোস্টে মাইনাস, এক্কেরে চায়নিজ মাইনাস।
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশরে নাৎসি-নাসরা জার্মানি জাতির কাছে বন্ধক দেওয়ার তীব্র নিন্দা জানাই। শিগগিরই ব্লগ-হরতাল ডাকুম কি না, ভাবতেছি। :))
@বিপ্লব রহমান,
হরতাল অবরোধে পারবেন কি নাকো ইলিশের রূপ রস গন্ধ ঢাকতে 😉
কাজেই মন্তব্য তো করার কথা না।তাই না রাজেশ বাবু?
@গীতা দাস,
ইয়ে, মানে, মন্তব্য করতে তো নিষেধাজ্ঞা জারী করিনি। কথাটার মানে বুঝাতে চেয়েছিলাম যারা ধাঁধাটা ইতিপূর্বে সমাধান করেছেন তাদের এই ধাঁধার চাপ মুক্ত রাখা এই আর কি!
আপনি যেহেতু ধাঁধার ফাঁদে পা দিয়েছেন তাই আপনার জন্য রইল (B)
পাঁচজনের সবকিছু আলাদা আলাদা করে দেখবার পর যার কাছে প্রাণী দেখা যায় না তার কাছেই ইলিশ মাছ আছে।যদিও খাতা কলম ব্যবহার করছি তবুও সোজা লাগছে!
@অরুণ পথিক,
সাবাশ! বুদ্ধির খেলায় আপনি দারুণ দক্ষ বুঝতে পারছি।
শীতের তীব্রতা কমাতে নিন গরম (C)
খুব ভাল লাগলো ধাঁধা সলভ্ করে!! আমি ২% এর মধ্যে! ইয়েই… :rotfl:
“সবুজ বাড়ির আগের বাম পাশের বাড়িটি সাদা” হবে কি? অথবা “সবুজ বাড়ির পরের ডান পাশের বাড়িটি সাদা”, বাড়ির ক্রম যেহেতু সবুজ-সাদা। 🙂
আপনি কিন্তু আপনার লেখাতে আগেই উত্তর দিয়ে দিয়েছেন!!
@সুম সায়েদ,
আমিও খুশি আপনি করতে পেরেছেন জেনে আপনার জন্য রইল (G)
সাদা সুইডিশ বিয়ার ব্লুমাস্টার কুকুর
সবুজ জার্মান কফি প্রিন্স
লাল ব্রিটিশ দুধ পলমল পাখি
নীল ডেনিশ চা ব্লেন্ডস ঘোড়া
হলুদ নরওয়েজিয়ান পানি ডানহিল বিড়াল
ঊত্তরঃ ইলিশ মাছটি জার্মানের কাছে আছে।
@মইনুল মোহাম্মদ,
আইনষ্টাইনের বুদ্ধির খেলায় ২% ব্যক্তির মধ্যে আপনার অবস্থান সত্যি আনন্দদায়ক।
ধাঁধার সমাধানের জন্য নিন (F)
@রাজেশ তালুকদার,
ধন্যবাদ সুন্দর উপহারের জন্য। এটা সমাধান করতে আমার প্রায় ১ ঘন্টা সময় লেগেছিলো। তারপরেও যে করতে পেরেছি এটা জেনে ভালো লাগলো।
@রাজেশ তালুকদার,
আপনার ধাধার মধ্যে সমস্যা আছে, যদি আইনস্টাইন দিয়ে থাকেন তাহলে তার ধাধায় সমস্যা আছে। ইলিশ মাছ পোষ মানে না ইভ্যান একোরিয়ামেও রাখতে পারবেন না, মরে যাবে। লজিক আসছে, কে কি পোষ মানাচ্ছে তাদের ভিত্তিতে। এখানে জার্মানরা অন্য যেকোন পোষা প্রানী রাখতে পারে। একটা অধিক সম্ভ্যাব্য উত্তর হতে পারে, ইলিশ মাছ এদের কাউরো কাছে নেই, সে সেই ক্ষেত্রে আইনস্টাইন আপনাদের বোকা বানিয়েছেন। :))
@ফুয়াদ দীনহীন,
আরে ফুয়াদ সাহেব যে, অনেক দিন পরে ইলিশের লোভে দেখা পেলাম মুক্তমনায়।
পোষ না মানলেও ইলিশ মাছ ফ্রীজে রাখা যায় কি বলেন? নিদেন পক্ষে হাড়ি পাতিলে থাকলেও ধাঁধার কোন সমস্যা থাকার কথা নয়।
আইনষ্টাইন মাছটি জীবিত না মৃত, রান্না করা নাকি ফ্রীজে রাখা সে বিষয়ে কিছুতো বলেন নি! সুতারাং সে বির্তক ধাঁধা ফাকির নামান্তর।
ধাঁধার সমাধান করেছেন নাকি ধাঁধার ফাঁক তাল খুঁজে ধাঁধার ফাকির তালে আছেন 🙂
@রাজেশ তালুকদার,
রান্না করা কিংবা ফ্রিজে রাখলে সেটা পোষা প্রাণীর সাথে তুলনা করার মত কিছু হতে পারে না। সেই ক্ষেত্রে রান্না ঘরে যে কাউরো বাসায়ই থাকতে পারে। তাই,
একঃ হতে পারে আইন্সটাইন সবাইকে বোকা বানিয়েছেন, ইলিশ মাছ সম্ভবত এদের কাউরো কাছে নেই।
দুইঃ আইন্সটাইন নিজেই ইলিশ মাছের ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করেছেন। আসলে তিনি জানেন না ইলিশ মাছ কেমন প্রকৃতির।
তিনঃ ধাধাটি আইন্সটাইন দেননি।
ধাধার সমাধান করতে গিয়েই এই ভেজালটা পাকিয়েছি। :)) :))
উত্তর দেয়ার নমুনা
নীচের ক্রমবিন্যাস অনুসারে সাজিয়ে ফেলুন আপনার বের করা সমাধানটি।
রং দেশেরজাতীয়তা পানীয় ধূমপানের অভ্যাস পোষা প্রাণী