এই পাংশু বেলায়
এক মুঠো মেঘ ঘরে তুলেছি
ধূসর বাতাসে নীল রঙে
রাঙ্গিয়ে শাড়ী।
আমায় চিনতে ভুলোনা
চিত্রা নদীর বাঁকে
প্রসন্ন নির্জনে।
এলো খোঁপায় মালাটিতে
বন্দি তুমি।
আহত শব্দের ক্রন্দন
শুনেছে কবি,
ফেরারী হয়েছে শব্দের মালা
চিনে নিও মিহিন বাতাসে,
স্মৃতির আদিম উষ্ণতায়
ভোরের শিশির কণায়
অথবা,
ফুল তুলতে গিয়ে
কাঁটার রক্তাক্ত যাতনায়।
দারুন লাগল কবিতাটি। (Y)
@মাহবুব সাঈদ মামুন,
ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।
বাহ! বেশ ভালো লাগলো
@হামিদা রহমান,
আপনাদের ভালো লাগলেই আমি ধন্য।
সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমাদের কোন স্মৃতিও থাকবে না।
@স্বপন মাঝি,
সে কী? কবির মুখে নিরাশার বানী?
@আফরোজা আলম,
কিছু কিছু জীবন আছে ফুলের নেশায় সারা জীবন শুধু কাঁটার রক্তাক্ত যাতনাই পেয়ে যায়, ফুল আর তার কোনদিন তোলা হয়না।
তোমার লেখায় পরিবর্তন লক্ষ্য করেছো? চশমা চোখে লাগিয়েও আজ বানান ভুল খুঁজে পাইনা। আমার পুরাতন লেখা দেখে একা একা হাসি, পড়তে নিজেরই লজ্জা লাগে। এক কাজ করো, মুক্তমনার জন্ম দিনে উপহার দেয়ার জন্যে মুক্তমনাকে ধন্যবাদ জানিয়ে একটা কবিতা লিখে ফেল।
@আকাশ মালিক,
আপনার দেয়া কমপ্লিমেন্টের জন্য আমি কি করে বলি আমার বানান শুদ্ধিকরণের পেছনে কার অবদান অনেক বেশী? আপনি এমন ভাবে চোখে আঙ্গুল দিয়ে আমাকে না দেখালে আমি এমন শুদ্ধ করে লিখতে পারতাম কিনা সন্দেহ। তাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। কিছু ব্যাপার আছে কিছু জিনিস আছে যার ঋণ শোধ না করলেই ভালো।
ভালো কথা, মুক্তমনার জন্ম দিন কবে? মানে তারিখ জানালে ভালো হয়। কবিতা তো মুডের ব্যপার। নাহলে আলাদা কিছু লিখব।
কবিতাটি ভাল লাগল। আরো অনেক এরকম কবিতা চাই।
@ফাহিম রেজা,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ। আরও লিখুন…
@মোজাফফর হোসেন,
কবিতা মনে হয় আর লেখা হবে না। যা দিচ্ছি আগেকার লেখা থেকে দিচ্ছি।
ভালোলেগেছে জেনে আমি যারপরনাই আনন্দিত।
বিষণ্ণ বিকেল কত রঙিন আর স্পর্শী হয় তা দেখলাম এই স্নিগ্ধ লেখাতে। খু উ ব ভালো লেগেছে। (F)
অনেকদিন পড় আফরোজার প্রাণঢালা কবিতা পড়লাম।
মনে হল আমি যেন নতুন করে প্রেমে পড়েছি–সেই প্রেয়শীর সাথে যাকে আমার জীবনে পাই নি।
@আবুল কাশেম,
এই না পাওয়া জীবনকে অনেক গতিশীল করে দেয়। অনেক সৃষ্টির প্রেরণা জোগায়। মনে করে দেখুন আমরা সব পেয়ে গেলে কিন্তু কলম আর কথা বলতোনা। এই পাওয়া না পাওয়ার নামই জীবন। আমার কোন এক কবিতায় লিখেছিলাম,
যতোই ব্যথা দাও
কবিতা আমার প্রসন্ন হয়ে ওঠে তত
অথবা
আর এক জায়গায়-
তোমার জাহাজ ফেলেছে নোঙ্গর
অন্য কোনো বন্দরে
সবার ভালো লাগাই আমার কাম্য, এবং প্রেরণা।
খুব ভাল লেগেছে কবিতাটি।
@তামান্না ঝুমু,
আসলে অনেকদিন পর পোষ্ট করা হল কবিতা। যদিও এই লেখা আমার অনেক আগেকার। আপনাকে ধন্যবাদ।
কেমন যেন নষ্টালজিক ভালবাসা মনটা ছুঁয়ে গেল
@লাইজু নাহার,
আপনি আমার লেখা মন দিয়ে পড়েন তাতেই আমি ধন্য।