অভিজিৎ রায়’এর জন্মদিন আজ। ভালোবাসায় ও বিনয়াবনত মনে তাঁকে স্মরণ করছি। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা বিজ্ঞান লেখক, যুক্তিবাদী, মুক্তচিন্তক ডঃ অভিজিৎ রায়’এর জন্ম ১৯৭১ এর ১২ সেপ্টেম্বর। বাংলাদেশের গুণী সন্তান অভিজিৎ সব সময়ই ভেবেছেন যে বিজ্ঞানমনস্কতা, যুক্তি ও মুক্তবুদ্ধির চর্চা মানুষের সত্যিকারের মুক্তি এনে দেবে এবং সেই লক্ষ্যেই আমৃত্যু কাজ করেছিলেন তিনি।
শুভ জন্মদিন অভিজিৎ রায়
By মুক্তমনা সম্পাদক|2025-09-12T08:18:57+06:00সেপ্টেম্বর 12, 2025|Categories: অভিজিৎ রায়, ব্যক্তিত্ব|0 Comments
About the Author: মুক্তমনা সম্পাদক
অভিজিৎ রায় (১৯৭২-২০১৫)
যে আলো হাতে প্রগতির পথ চলতে গিয়ে আঁধারজীবীদের হাতে নিহত হয়েছিল অভিজিৎ রায়, সেই আলো হাতেই চলব আমরা যুক্তির পথে মুক্তির তরে, অবিরাম।
Leave A Comment