যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব’লে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
অভিজিৎ রায় (১৯৭২-২০১৫)
যে আলো হাতে প্রগতির পথ চলতে গিয়ে আঁধারজীবীদের হাতে নিহত হয়েছিল অভিজিৎ রায়, সেই আলো হাতেই চলব আমরা যুক্তির পথে মুক্তির তরে, অবিরাম।
শ্রদ্ধা জানাই প্রিয় অভিজিতের প্রতি। আমরা জেগে আছি।