লিখেছেন: বক-শালিক
মুক্তি চাই
মুক্তি, মুক্তি, মুক্তি।
জীবনপথের সকল গ্লানির
সকল ক্লেদাক্ত জড়তার
সকল সংকীর্ণতা থেকে মুক্তি চাই।
সকল বিষাক্ত নি:শ্বাস থেকে,
কুৎসিত-কলুষিত মগজের
পশ্চাৎপদ-নষ্টামো-ভণ্ডামো মানসিকতার,
রাজনীতির নামে বর্বর-অসভ্য নেতা-নেত্রী থেকে,
মধ্যযুগীয় মানসিকতার সকল বুদ্ধিজীবীদের থেকে
সকল অশুভ, অসুন্দর থেকে মুক্তি চাই।
কিন্তু মুক্তি আর মিলে না,
শুধু জীবন ক্ষয়ে-ক্ষয়ে বয়ে যায়,
চিন্তার মহাকাশে ভেসে যাই আমি
যার কোন কূল-কিনারা নাই,
এক খড়কূটা হয়ে শুধু ভাসি আর ভাসি
চিন্তারা আমাকে আজীবন প্রশ্ন করতে বলে যায় –
কী এবং কেন।
পাশে নাই কেউ নাই আমার
প্রশ্ন তুললেই সমাজ ও রাষ্ট্র বলে আমি না-কি বেয়াদব-কাফের-নাস্তিক
কোন কিছু সহজে মানি না আমি তাদের
হয়েছি তাই একা
এভাবেই পাড়ি দিব জীবন-পথ
তারপরেও সুন্দর ও শুভের তরে
মুক্তি চাই আমি নির্মল ভোরের আলোর।
khub valo Good