********************************************
বেঁচে থাকলে অভিজিৎ রায় আজ ৪৯তম জন্মদিন পালন করতেন প্রেমময় স্ত্রীকন্যার সাথে। ইসলামি মৌলবাদের জঙ্গীহানায় তিনি নিষ্ঠুরভাবে খুন হন। তাঁর জন্মতিথিতে নজরুলের ‘তোমার বাণীরে করিনি গ্রহণ’ কবিতার ছায়ায় আমার এই নিবেদন।
—————————————————————————————————————————

তোমার বাণীরে করিনি গ্রহণ

ক্ষমা করো অভিজিৎ!
ভুলিয়া গিয়াছি তব আদর্শ
সাহস চিরঞ্জিৎ।
ক্ষমা করো অভিজিৎ!

যশখ্যাতি তুমি দলিয়াছো পা’য় ধুলিসম হে অভিদা,
তুমি চাহ নাই আমরা হইবো বাদশা নওয়াবজাদা।
এই ধরণীর ধনসম্ভার,
সকলের তাহে সম অধিকার;
তুমি বলেছিলে, ধরণীতে বিজ্ঞান জয়ী নিশ্চিত
ক্ষমা করো অভিজিৎ!
ধর্মে যাহারা বিশ্বাসী তারে তুমি ঘৃণা নাহি করে,
প্রার্থনা তরে দানিয়াছ ঠাঁই অতিথির নিজ ঘরে।
ধর্মের যত গোঁড়ামি শেকড়ে
হেনেছ আঘাত লেখনীর জোরে
বিতর্ক করি লইয়াছ শিরে মৃত্যু সুনিশ্চিত।
ক্ষমা করো অভিজিৎ!
তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি;
যেথায় দেখেছ অন্যায়, সেথা হয়েছ বজ্রপাণি
মোরা ভুলে গিয়ে তব দর্শন
সার করিয়াছি জড়ের জীবন
মেরুদণ্ডটি খুলিয়া গেয়েছি সুবিধাবাদের গীত
ক্ষমা করো অভিজিৎ!
তোমার বাণীরে করিনি গ্রহণ,
ক্ষমা করো অভিজিৎ!
ভুলিয়া গিয়াছি তব আদর্শ
সাহস চিরঞ্জিৎ।
ক্ষমা করো অভিজিৎ!

অভ্র রায় এবং টেক্সট-এর একটি ছবি হতে পারে