শহুরে বাতাসে ভ্রান্তিবিলাস,
ধূলো উড়িয়ে চারচাকা
গন্তব্যসই ছুটে চলে নিরুদ্দম।
ওরা ভালো থাক।
আজ নাহয় ক্ষুধাতুর,
তাই বলে কি হিংসানলে পুড়ে বলবো,
ওরা নিতান্তই মূর্খ সত্তা।
তেরো বছরের শীর্ণ কায়া
তীক্ষ্ণ দৃষ্টিতে মস্তিষ্কে করাল আঘাত হানে,
চেতনায় চায় প্রবেশাধিকার।
ও বুঝি তালা ভেঙে মগজে প্রবিষ্ট,
আক্ষেপে প্রখর আর্তচিৎকার,
আত্ম বলেই যার ভোগবিলাস আমেজ,
সে কি মূর্খ নয়?
আমি আঁতকে উঠি,
এ বোধ সে কোথায় পেল!
তপ্ত নিঃশ্বাস ফেলে রৌদ্র বলে,
এ বোধের জননী হলো ক্ষুধা।
জীর্ণবস্ত্রে উৎকট গন্ধ,
থালায় কয়েক সিকি সান্ত্বনা।
চোখে আর ক্রোধ কই?
হয়তো অভ্যস্ত নয়তো আশ্বস্ত।
ওর আমৃত্যু সংগ্রামী চিত্ত,
কেনো জানি হার মানেনা!
এ উদ্দ্যম ও কোথায় পায়?
সহসা মেঘের গর্জন,
নিরলস মস্তিষ্ক হঠাৎ বলে ওঠে,
এ উদ্দ্যমের জননী হলো ক্ষুধা।
-স্মরণ সঞ্চয়
মুক্তমনা সত্যিই মুক্ত চিন্তার অধিকারী।
ধন্যবাদ