বর্ণমালায় বিষাক্ত কিছু বিষাদ ঢেলে
দুই মিনিট নাড়তে থাকুন ।
না, এটা কোন নুডুলসের রেসিপি নয় ।
ধীরে ধীরে নাড়তে থাকুন । ধীরে ধীরে..
মূলনীতির দিকে লক্ষ্য রাখবেন সবসময় ।
প্রস্তুত প্রনালীতে ভালো করে দেখে নিন-
তাপ, চাপ ও ঘনমাত্রায় ধ্রুবকের প্রভাব ।
একসময়,
নীলাভ লাল বর্ণ ধারন করলে
বুঝে নিবেন এটি একটি বিস্ফোরক কবিতা ।
সমস্ত প্রক্রিয়াটি এমনভাবে পরিচালনা করুন
যাতে শিল্পক্ষেত্রে এর ভুমিকা হয় অনস্বীকার্য ।
মুল্য নির্ধারককে বলছি-
কবিতাটির ম্যাক্সিমাম রিটেইল প্রাইস যেন
কখনোই একটি গোল্ডলিফকে অতিক্রম না করে ।
এক প্যাকেট টোস্ট বিস্কুটের বিকল্প হবে একটি কবিতা ।
মানুষ একদিন চায়ের সাথে অথবা কফির সাথে কবিতাও খাবে ।
সুস্বাস্থ্যের কথা ভেবে কেউ যদি সিগারেট ছেড়ে দেয়
কবিতাই হবে একমাত্র নিরাপদ স্বাস্থ্যকর নেশা ।
জন্মনিয়ন্ত্রনের জন্য কাউকে
ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী পদ্ধতি গ্রহন করতে হবেনা ।
বৈজ্ঞানিক পদ্ধতিতে,
কনডম ছাড়াই শুধুমাত্র একটি কবিতা পড়েই
আপনি অসংকোচে সংগম করতে পারবেন ।
সংবিধিবদ্ধ সতর্কীকরন-
কবিতাটির মেয়াদ উত্তীর্নের তারিখ দেখে কিনবেন ।
-হিমেল হাসান বৈরাগী
বাহ্ 🙂
সঠিক