এপাশে অবোধ মন, আর ওই দিকে পেশীভয়; তোমাদের।
ঠুলি পরা চোখে অন্ধকারেই দেখে যাও তৃপ্তির আলো ! ধিক্।
আঁধারে দেখো সবদিক, নির্লিপ্ত নিষ্পেষণে আজো, অবিরাম।
তবু ভালবাসা আছে বেঁচে, দেখো, ওহে সমাজ সীমান্ত, ধিক্।
গল্পের জন্য, অসীমের জন্য, অবুঝের জন্য ওহে মানুষ,
তোমাদের দেখাবার জন্য, আজো বাঁচে সেই, মিটি মিটি মিট।
নিরন্তর তোমাদের হিসেবের খাতা, সমাজ বর্বর, ধিক্।
অধরা আকাশ, সেখানেও আছে সীমা, হয়তো’বা নীল।
অথচ কি জানো, ভালোবাসা ফেরে অনন্ত বিমূর্ত কোন সময় বিবরে।
চোখ মেলে দেখো। চেনা ভালবাসা দেখো, নতুন বিস্ময়ে, অন্য অনুভবে।
তোমাদের চেনা সে আলো, তুলনায় বাঁচে, অন্ধকারের তরে,
জেনে রাখো বন্ধু, ভালোবাসা বাঁচে শুধু ভালোবেসে,
চেনা আলো কিংবা অন্ধকার, কিছুই নেই যেখানে,
অনাবিল উষ্ণতা ও কাঙ্খিত অনায়াস আবাসে।
হে মানুষ, শুন্য কিংবা এক।
কি’বা প্রয়োজন হিসেব কষে হিসেব মেলাবার?
বরং ভালোবাসো।
জেনো, অবশেষে
মানুষ খুঁজবে মানুষেরে।
ভালোবেসে, মানুষের লাগি।
আমি যে সসীম প্রতীক্ষায়।
অভিভূত হলাম!
ধন্যবাদ সৈকত 🙂