বাংলাদেশে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ভারত, ভুটান, নেপাল, চীনের মত উজানের দেশগুলোর ফুলে ফেঁপে ওঠা নদীগুলো ছাপিয়ে প্রবল তোড়ে বন্যার পানি ধেয়ে আসছে নিচু অঞ্চলে। পথে পাওয়া বিশাল অঞ্চল ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে মানুষ, ফসল, জমি, গবাদি পশুসহ অনেক কিছুই। ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে সবকিছুর। বাঁধ, রেললাইন রাস্তা ভেঙে শস্য সহ জমি, পশু ও সম্পদ ছুটে চলেছে ঢালু পথে। নিচু পথের সবশেষ অবস্থানে অসহায় হয়ে পড়ে আছে বাংলাদেশের ব্যাপক এলাকা। এসব জায়গার মানুষের সাহায্য প্রয়োজন। খাবার পানি থেকে শুরু করে নিত্য দিনের খাবারদাবার, ডাক্তার, ওষুধ আর একটু শুকনো মাটি তো একেবারেই প্রাথমিক চাওয়া। বাংলাদেশের বন্যা পরিস্থিতি সঙ্কটজনক এবং অবস্থার অবনতি হচ্ছে দ্রুত।
অনুগ্রহ করে বন্যার্তদের মাঝে সাহায্য পৌঁছে দিন। ব্যক্তিগত কিংবা সমষ্টিগত যে ভাবেই হোক। অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে আসুন।
Leave A Comment