হত্যাকারীরা আজও ওৎ পেতে আছে
ঘুমোব কি’করে
যতই সুন্দর হোক এ পৃথিবী
ঋতু দৃশ্য অরণ্য
ঘাতকের হাতে নিজের লোকেদের রেখে
ঘুমোব কি’করে।
যে পাহাড় দেখে চোখ জুড়াল
যে ঝর্নার গান মধ্যরাতে
ঝংকার তুলল
যেসব মেঘের কথা
স্বপ্নে বোনা নদীর মতন,
তাদেরও পিছনে
অদৃশ্য ঘাতক দাঁড়িয়ে
বন্দুকের নল
আমার ভাই বোন আত্মীয়ের দিকে।
যতই জ্যোৎস্না হোক
আজ রাতে কেউ ঘুমাব না।
-দেবাশিস ভট্টাচার্য
আমরা যারা কবিতা লিখি বা ছবি আঁকি তারাও আজ ভাবছে প্রিয়জনদের রক্ষা করতে হলে কিছু একটা করা দরকার, জ্যোৎস্নায় ঘুমিয়ে পড়লে চলবে না, কারণ অন্ধকারে ঘাতকরা অপেক্ষায় আছে।
বাহ্। চমৎকার।
মুক্তমনায় স্বাগতম দেবাশিস ভট্টাচার্য।
ধন্যবাদ মুক্তমনায় প্রকাশিত হতে পেরে ভাল লাগছে।