দু’জন কলেজ পড়ুয়া ছেলের অভিজিৎ রায়ের প্রতি গানে শ্রদ্ধাঞ্জলী।
গানটা লিখেছে, সুর দিয়েছে এবং গেয়েছে তানভীর আল আজাদ, আর গিটার বাজিয়েছে মুসফিদুল হাসান নীলাভ।
দু’জনেই দ্বাদশ শ্রেণীর ছাত্র।
অভিজিৎ এভাবেই বারবার ফিরে আসবেন তরুণদের গানে গানে।
[soundcloud url=”https://api.soundcloud.com/tracks/209416003″ params=”auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true” width=”100%” height=”200″ iframe=”true” /]
গানটির মাঝে দায়সারাভাবে একটা কিছু গেয়ে দেয়ার মত কিছু ছিলো না। সত্যিই ভালো হয়েছে। গানের খুটিনাটি ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত, সাধারন শ্রোতা হিসেবে লিরিকস আর গায়কী দুটি জিনিসই ভালো লেগেছে। অভিদার মৃত্যুর পর থেকে সবাই কেমন যেন তাকে নিয়ে মরা মরা, ঝিমিয়ে পরা সব লেখা লিখছে! প্রেরনার কথা অনেকে বললেও তার মাঝে প্রিয়জন হারানোর হাহাকার আর হৃদয়ের দগ্ধতার পোড়া গন্ধটাই যেন অনেক বেশি প্রকট হয়ে উঠছে। এই গানটার মধ্যে সত্যি কেমন যেন একটা উদ্দীপনার আভাস পেলাম।
আমরা যারা মৃত্যুর পরের লক্ষ-কোটি বছরে বিশ্বাস করিনা তাদের কাছে একবারে পাওয়া এই অল্প জীবনের মূল্য ধার্মিকদের থেকে অনেক বেশি হওয়ার কথা। কিন্তু কেন যেন আমাদের কাছেই এটার মূল্য অনেক কম। আমরা বুঝে গিয়েছি জীবাদ্দশার আশি আর চল্লিশে খুব একটা পার্থক্য থাকেনা, যদিনা মৃত্যুর পরে মানুষের মাঝে তার বেচে থাকার সময়কালটাকে অনেক বড় করে না যেতে পারে। অভিজিত দা’র ক্ষেত্রে সেই সংখ্যাটা অনেক বড় তিন কিংবা চার অঙ্কের কিছু হবে সেই প্রত্যাশা থাকলো। গানটির জন্য তানভীর ও নীলাভকে অনেক ধন্যবাদ।
গানটি কিভাবে ডাউনলোড করবো, কেউ কি জানাবেন দয়া করে।
গানটা এখান থেকে ডাউনলোড করা যাবে
http://app.box.com/s/nK5qc6i5pds8csqsdm3saks62try2ccc
আমার গর্ব যে তোমাদের তারুণ্য আর তোমাদের উপলব্ধী আমাকে আপ্লুত করে স্বপ্ন দেখায়…….!
বাঃ , খুব সুন্দর , খুব আশাপ্রদ , তরুণ প্রজন্ম তা হলে ভোলেনি অভিজিত কে। এই তো সব চেয়ে বড় জয়। গানে , কবিতায় চিরদিন বেচে থাকবে আমাদের অভিজিত। গানটি যে লিখেছে , গেয়েছে এবং সুর দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ।
অভিজিৎ বেঁচে থাকবে আমাদের মাঝে…
গানের প্রতিটি শব্দ মনে ও প্রানে বিদ্রোহের ঝংকার তুলে উতাল পাতাল করে দিয়ে যায়।আর সেই ঝংকার যে এখন বাংলার আকাশে বাতাসে ও প্রতিটি ঘরে ঘরে পোঁছে গেছে তার প্রমান কিন্তু আপনারাই। আপনাদের মত হাজার,লক্ষ,কোটি তরুনরাই আজ এক একটি অভিজিৎ। অভিজিৎ আজ একটি সুন্দর ও শুভ চেতনার নাম, একটি অনাগত উজ্জ্বল বাংলার রেনেসাঁন্সের নাম।
আপনাদের বিদ্রোহ ও অনুপ্রেরণাই বাংলার প্রানশক্তি।আপনারাই আগামীর স্বপ্ন যে স্বপ্ন অভিজিৎ মনে প্রানে ধারন করত।সংগ্রাম ও বিদ্রোহ চলুক এবং তা অনিবার্য।
কলমযুদ্ধের দ্বারা আমাদের ভোতা মাথা চূর্ন-বিচূর্ন হয়ে যাক,,,,,,,,,,,
তানভীর আল আজাদ ও মুসফিদুল হাসান নীলাভকে। আপনাদের গান গাওয়া যেন কোন দিনও না থামে…
অসম্ভব ভালো লাগলো অভিদাকে নিয়ে আপনাদের গান। অনেকবার শুনে ফেললাম এরমধ্যে। হাজার অভিজিতের সংগ্রাম একদিন লক্ষ কোটি অভিজিৎ বানাবে। আপনাদের ধন্যবাদ মুক্তমনায় গানটা দেবার জন্য।
তানভীর আল আজাদ ও মুসফিদুল হাসান নীলাভ অনেক ধন্যবাদ আপনাদেরকে। সব মিলিয়ে অসাধারণ। গানটা মুক্তমনায় শেয়ার করার জন্য ধন্যবাদ। পোস্টদাতার নামটা কিন্তু জানা হলো না।
ধন্যবাদ আপনাদের, তানভীর আল আজাদ ও মুসফিদুল হাসান নীলাভ কে।
হ্যাঁ আমরা জানি, কিংবদন্তীর মৃত্যু নাই, শারীরিক মৃত্যু হলেও, তার প্রভাব রয়ে যায়।
অভিজিৎ কে গান হবে, কবিতা হবে, বই লেখা হবে, অভিজিৎ উপন্যাসের নায়ক হবে। নতুন শিশুর নাম হবে।
অভিজিৎ এভাবেই বেঁচে থাকবে আমাদের মাঝে।
আমার খুবই ভাল লেগেছে।
খুব প্রিয় মানুষটাকে নিয়ে অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনাদের গানে।
সুর, কন্ঠ, সঙ্গীতায়োজন এবং কথা সব মিলেই অনবদ্য আয়োজন। আপনারা থেমে যাবেন না। গান নিয়ে যেতে হবে অনেক দূর…
খুব ভাল লাগলো, অভিজিৎ ভাই বেঁচে থাকুক লেখায়, গানে ……………… হারিয়ে যেতে দিবো না