শীতের সূর্যাস্ত, নদী; এখনো অনেক বাকি,
এই যে ক্ষনিকের আলো; ওর জানালা,
আঁকাবাঁকা জলরোদ আর পথভোলা আঁধার;
নস্টালজিয়ার আনন্দ বেদনার কাব্য;
আজকের শুধু;
একান্ত আপন,
এবং বর্তমান।
দূর বাঁক;
আবছায়ে ধীর নাও,
রঙ মিশেলে চেরা পাল,
হাওয়া ধরে; আলগোছ টান,
ছলছল বেয়ে চলে; হঠাৎ ছলাৎ,
পোড়াকাঠে আলকাতরা, পালে রঙ,
ঘাই খায় জল; বুনো গন্ধরা উৎসব করে,
এবং, তন্ময় সেই; অনর্থক অর্থ খোঁজে জীবনের।
বাঃ
এ ধরনের চিত্রকল্প ভাল লাগে!
আর অসাধারণ অঙ্গসজ্জা!
@গুবরে ফড়িং,
অনেক ধন্যবাদ গুবরে ফড়িং।