তোমায় দেখলাম তারা দেখবার মত।
অনেক কাল আগে এখানটায় ছিলে,
অথচ দেখা পেলাম; এই মাত্র, অতর্কিতে।
বেসুরো এনট্রপি, অচেনা রোমাঞ্চ অনুভব।
অনিয়ম নিয়মের লয়, টুংটাং এবং নৈ:শব্দ।
মহাজাগতিক প্রতিফলনে, অপার্থিব শিহরণ।
তুমি দুষছো আমায়; আমিও তোমায়,
সেই দুঃখবিলাসী বিভ্রান্ত বেহিসেবীর মত।
অথচ, জানো; বেশ লাগছে; অসম্ভব অদ্ভুত।
ধুসর মনখাতা; ভালো লাগার স্বপ্নিল মধুক্ষণ,
কি রোমাঞ্চকর; খুব কাছে নাকি ছিলেম দু’জনা।
জানা হল। তবু হল, ফের তারা দেখবার মত।
কবিতাটি খারাপ হয়নি।তবে কাজীর অন্য কবিতার মত নয়। ( দু:খ পাবেন না) ।বানান ঠিক করার অনুরোধ রইল। (অসম্ভব / দুজনা কি দু’জনা হবে? )
@গীতা দাস,
ঠিক করে দিলাম। বেঠিক না লিখলে কি আর আপনার মন্তব্য পেতাম 🙂
মাহিনের ঘোড়াগুলির সেই গানটা মনে আছে, কাজী ভাই? ঐ যে, পৃথিবীটা নাকি ছোট হতে….
চলুক।
@গুবরে ফড়িং,
নিশ্চই, নিশ্চই। অদ্ভুত সুন্দর আর শক্তিশালী সব কথাগুলো;
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলেতে একা
তোমার আমার ফারাকের নয়া ফন্দী
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
স্বপ্ন বেচার চোরা কারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গী
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী
httpv://www.youtube.com/watch?v=I9iNVh582sw#t=50
বেশ বেশ …… আহা বেশ বেশ বেশ 🙂
ধূসর অভিজ্ঞতা আরকি।
হা হা হা অভিজ্ঞতার আলোকে আলোকিত বয়ান মনে হচ্ছে তামান্না ঝুমু ….. মন্তব্যের জন্য (C)
মনের খাতার কোনো কোনো অংশ এক সময় ধূসর হয়ে যায় বৈকি।