রাজীব হায়দার শোভন, যে মুক্তচিন্তার ব্লগার ‘থাবা বাবা’ নামে ইন্টারনেটে সক্রিয় ছিলেন, কাজ করেছিলেন শাহবাগ আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে, তাকে ঠিক এক বছর আগে ১৫ই ফেব্রুয়ারি ‘বিশ্বাসের ভাইরাস’ আক্রান্ত কিছু জিহাদী সৈনিক চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। স্তব্ধ করতে চেয়েছিল রাজাকার-বিরোধী আন্দোলনকে, সেই সাথে আন্তর্জালে মুক্তবুদ্ধির এবং মুক্তচিন্তার চর্চাকে। পারেনি। রাজীব বিরাজ করছেন আমাদের মাঝে প্রেরণা হয়ে।
রাজীবের স্মরণে কিছু ব্যানার এবং পোস্টার করেছেন মুক্তমনার সাথে সংযুক্ত ব্যানার শিল্পীরা।
প্রথম ব্যানারটি করেছেন আসমা সুলতানা মিতা:
অন্য দুটি ব্যানার করেছেন তাপস শর্মা:
আর নীচের পোস্টারগুলো আমরা পেয়েছি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ একজন শিল্পীর কাছ থেকে:
আমরা মুক্তমনার পক্ষ থেকে রাজীবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
শহীদ রাজীব, অমর হোক! (Y)
জয়তু মুক্তমনা। (*)
রাজীবের স্মৃতির প্রতি শ্রদ্ধা :candle: