তোমার চোখে ব্যথার আকাশ,
পাহাড় চাপা হৃদয় নিয়ে,
দেখতে আমি চাইনি,
সুখরঙ্গা সেই মনের কোনে;
অনেক আলোর জোনাক জ্বেলে;
ব্যথার আকাশ এমনি আঁধার,
দেখতে আমি চাইনি।
চাইনি ওগো চাইনি।
এমন অনেক ভাষা আছে,
অনেক কথার মালা আছে,
ফুলের মত কাঁটার মত,
অনেক রঙের মিশেল ছোঁয়া;
অন্য কিছু দেখার মত;
ক্ষনিক পাওয়া ভালবাসা;
এমনি কিছু চাইনি। ওগো;
ব্যথার আকাশ এমনি আঁধার,
সত্যি আমি চাইনি।
চাইনি ওগো চাইনি।
ঢেউ খেলানো সুরের সাগর,
সাঁঝ বেলাতে ঝকমকি গো,
পাগলা হাওয়ায় আঁখির জ্বালা;
আজকে যে মানায় নি।
ঝিনুক কাটা মনটা আমার,
ঝাউছায়াতে; একটুও সু-খায়নি।
অনেক ভুলের আগুনে সুখ,
ইচ্ছে হলেও সয়নি।
পাইনি অনেক না চাওয়ারে;
যা, অনেক করেও চাইনি।
ব্যথার আকাশ এমনি আঁধার;
দেখতে আমি চাইনি।
চাইনি ওগো চাইনি।
দারুন সব পংক্তি।চমৎকার কবিতাটির জন্য শুভেচ্ছা। তবে বিনিময়ে আমি কফি খেতে রাজি নই।
@গীতা দাস,
হা হা হা ঠিক আছে এখন থেকে:
নো কফি পান;
শুধু (F) ; জান (সরি বানান ভুল হয়েছে)
শুধু (F) ; যান (এই বার ঠিক আছে তো?) :))
কাজী সাহেব,
আপনার কবিতা অত্যন্ত মজাদার।
@বাবু,
ধন্যবাদ বাবুসাহেব (C)
অর্থটা, রহমান ভাই??
ভালবাসা দিবসের অন্তহীণ শুভেচ্ছে নিন। (F)
@কাজি মামুন,
হা হা হা ভালবাসায় মনটাতে একটু কাটাকুটি সাথে একটু ব্যথাট্যথা না থাকলে চলে নাকি?
অনেক শুভেচ্ছা (C)
আহা কবিজী জটিল কথাবার্তা। এইটুকু হল বেস্ট। আপনার কবিতা না থাকলে মুক্ত মনা যেন মানায়ই না । এই নেন (F)
আর সাথে পান করেন (C) (C) (C)
@অর্ফিউস,
:)) এত কফি একসাথে? নির্ঘুম রাতের জন্য ভালোবাসার দরকার হবেনা। কফিই যথেষ্ট।
অনেক শুভেচ্ছা (F)
@কাজী রহমান ভাই,
আহা কবির রাত নির্ঘুম কাটলে চলবে কেন? ভাল করে ঘুমান :)) (F)
@অর্ফিউস,
আরে কি বলে, কাজ এবং কাম এইসব কিছু নাই নাকি; সারাক্ষণ ঘুম ঘুম …………
@কাজী রহমান, আচ্ছা ভাই তাহলে জেগে থাকেন। আর কবিতা লিখেন এইটা সবার জন্যেই ভাল। 😀
নেন আরো এক কাপ (C) ।