ওদের মনে হবে আমরা ভিনগ্রহের ভাষায় বলছি,
যেখানে বর্ণমালা ব্যাকরণ যেন অদ্ভুত এক দীর্ঘশ্বাস;
বিন্যাস শর্তহীন, একাকার কাঠামো, অনুভবটাই ভাষা,
হয়তো, একদিন, ওরা ইউরিকা চিৎকারে মেনে নেবে।
ভেবোনা। ভেবোনা একদম।
গ্রহান্তরের আগন্তকের মতো,
আবছা মতো;
আছে কিন্তু নেই এর মত,
অধরার মতো,
নাটোরের বনলতার মত,
জীবনের ভালবাসার মতো,
অন্যরকম একটা কিছুর মত,
দৃশ্যমান সত্যির মতো,
বন্ধুর মত,
একটু উষ্ণতার মত,
ওরা,
ওরা ঠিক একদিন একাকার হবে।
ভেবোনা।
বুঝতে শিখবে।
একটুও ভেবোনা।
ওরাও ভালবাসতে শিখবে।
নেনে কফি খান (C) । আর আরো রোমান্টিক কবিতা দিতে থাকেন নবীজী :))
@অর্ফিউস,
নেনে কফি কি স্কচের চেয়ে ভালো?
@কাজী রহমান, মারছেন দেখি। ওইটা নেন হবে রে ভাই, জোরে লিখতে গিয়া নেনে হয়ে গেছে :p
ঠিকই নতুনকে—- নতুন আদর্শকে, ভাবধারাকে, ধারণাকে একটু উষ্ণতার মত কেউই সাধারণত প্রথমেই টেনে নেয় না।
@গীতা দাস,
মানতেই হবে এই অদ্ভূত লেখাটা আপনি অতসী কাঁচ দিয়ে দেখেছেন। আপনার আন্তরিক মন্তব্যখানি পড়তে পেয়ে আমার খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। কফির বদলে তাই আজ (F)
.
.
.
ওরা ঠিক একদিন একাকার হবে।
ভেবোনা।
বুঝতে শিখবে।
একটুও ভেবোনা।
ওরাও ভালবাসতে শিখবে।